506) THE AMAZING POLITICIANS :- বিস্বয়কর রাজনীতিক (বাংলা সারমর্ম শেষে দেয়া আছে)।- 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman

506 https://parg.co/bMbz ) THE AMAZING POLITICIANS :- বিস্বয়কর রাজনীতিক (বাংলা সারমর্ম শেষে দেয়া আছে)।- 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman
- Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 

"SOME THE GREAT POLITICIANS ARE MORE WONDERFUL THAN THE HEROS OF FAIRY TALES (কিছু মহান রাজনীতিক রূপকথার নায়কদের চেয়েও বিস্বয়কর।)"
https://m.facebook.com/groups/379261412232871/permalink/398738293618516/

1 ) WE -THE HUMAN OF THE WORLD HEARED AND READ VARIOUS FAIRY TALES IN OUR CHILDHOOD. 

VARIOUS PRINCES ARE THE HEROES OF VARIOUS TALES. 

THOSE WHO CAN FLY IN THE SKY BY THEIR WON FLYING HORSES. 
ALSO THEY CAN DRIVE IN THE DEEP OF SEA AND OCEAN BY MAGIC. 

2 ) BUT, THERE WERE SOME GREAT POLITICIANS IN THE WORLD - WHO WERE MORE WONDERFUL THAN THE HEROES OF FAIRY TALES. 

a ) Emperor Jahir Uddin Babur ✒ 
HE WAS THE PRINCE OF FARGHANA, UZBEKISTAN,MIDDLE ASIA. 

Emperor Taimur (THE SWORD OF ISLAM) WAS THE 6TH FOREFATHER OF Jahir Uddin Babur.

HIS FATHER HAD DIED - WHEN Babur WAS 13 YEARS OLD BOY. 

IN 13 YEARS Babur BECAME THE KING OF Farghana Of Uzbekistan. 

  BUT, SOME IMPOLITE AND POWER GREEDY POLITICIANS WANTED TO KILL Babur. 

    BUT, Babur WAS VERY BRAVE AND WISE PERSON. 

    THIS IS WHY, THEY COULD NOT KILL Babur. 

     ALSO BABUR CAPTURED INDIA AND FOUNDED THE Mughal DYNASTY. 

b ) Emperor Humayun ✒ 
HE WAS THE SON OF Emperor Jahir Uddin Babur.

HE WAS REMOVED FROM HIS EMPIRE - BUT, HE RECAPTURED The Mughal Dynasty. 

c ) Jinda Pir Emperor Alamgir (Awrangazeb) ✒ 

HE WAS THE SON OF Emperor Shahjahan AND HE WAS THE SUPER GENIUS AND SUPER HUMAN (ALLAHU AKBAR). 

HE BECAME THE FAQIH, MUFASSIR, HAFIJUL QURAN, SUFI.......IN HIS BOYHOOD (ALLAHU AKBAR ). 

THIS IS WHY, IT WAS SEEM TO SOME PERSONS THAT, Awrangazeb WILL BECOME A SUFI, PHILOSOPHER... . 

BUT, HE SURPRISED EVERYBODY BY BECOMING "THE PHILOSOPHER AND SAINT EMPEROR (ALLAHU AKBAR)". 

THOUGH, NOW Emperor Alamgir IS KNOWN AS AN UNCOMMON EMPEROR OF THE WORLD - BUT, HE WAS THE IMAMUL MUSLIMINS, FAQIHUL ISLAM, JINDA PIR................(ALLAHU AKBAR ). 

d ) Napoleon Bonaparte ✒ 
HE WAS THE EMPEROR OF FRANCE BY HIMSELF. 

BUT, HE WAS ORIGINATED FROM NORMAL FAMILY AND HIS NO FOREFATHER WAS THE KING OR EMPEROR. 

HE STARTED HIS LIFE AS A SOLDIER AND NEXT TIME BECAME THE NEW EMPEROR OF FRANCE. 

IT IS SAID THAT, Napoleon ACCEPTED ISLAM RELIGION IN HIS MIDDLE LIFE. 
HOWEVER, NOW THE PEOPLES OF THE WORLD KNOW THAT, FRANCE IS THE COUNTRY OF Napoleon Bonaparte. 

e ) Abraham Lincoln ✒ 
Abraham Lincoln IS THE FOUNDER OF MODERN DEMOCRACY AND WAS THE PRESIDENT OF U.S.A. 

BUT, HE WAS ORIGINATED FROM UNKNOWN AND POOR FAMILY. 
IN FIRST LIFE POLITICALLY HE WAS FAILED AGAIN AND AGAIN. 

BUT, HE WAS BECOME THE PRESIDENT OF U.S.A BY HARD STRUGGLING FOR THE PEOPLES. 

I (Junayed Ashrafur Rahman) DO NOT KNOW, WHICH RELIGION WAS ACCEPTED BY Abraham Lincoln - BUT, I KNOW HE WAS INSPIRED AND INFLUENCED BY THE LIFE OF THE PROHET MUHAMMAD BIN ABDULLAH (SM.). 

**** THIS TRUTH IS NOT ONLY SUITABLE FOR GREAT POLITICIANS - BUT ALSO SUITABLE FOR SOME BIG AGGRESSIVE POLITICIANS. 

f ) Vladimir Lenin ✒ 
HIS IDENTITY IS LONG - NOT SHORT. 
HE IS ONE OF THE GENIUS AND AMAZING PERSON OF BYGONE 500 YEARS. 
HE WAS BORN IN A RICH FAMILY 
.BUT, HE HAD PASSED MANY YEARS TROUGH POOR LIFE. 

IN HIS BOYHOOD, HE WAS BECOME A BIG LEADER OF "THE REVOLUTIONARY POLITICS". 

THIS IS WHY, THE POLITICAL STRUGGLES WAS BE STARTED WITH HIM FROM HIS BOYHOOD. 

BUT, STRUGGLES NEVER STOP HIM. 
HE GAINED VARIOUS ACADEMIC DEEGRES AND LAW DEEGRE IN HIS STRUGGLE LIFE. 
ALSO HE WAS WRITING IN STUDENT LIFE ABOUT THE POLITICS. 
HE WAS PREVENTED IN SIBERIA (RUSSIA) AS A PRISONER. 

BUT, HE WAS WRITING ABOUT POLITICS AND TRANSLATING THE WRITINGS OF Karl Marx TO RUSSIAN LANGUAGE. 

g ) Jusef Stalin ✒ 
WE KNOW THAT, HE WAS THE POLITICAL CO-OPERATOR OF VLADIR LENIN. 
HE WAS SON OF A GEORGIAN COBBLER. 
BUT, HE WAS BECOME THE PRESIDENT OF SOVIET RUSSIA. 

h ) Adolf Hitler ✒ 
HE WAS THE CHANCELLOR (PRESIDENT) OF GERMANY. 

BUT, HE WAS ORIGINATED FROM AUSTRIAN (EUROPE) POOR FAMILY. 

HE CAME GERMANY ALONE AND STARTED LABOR LIFE FOR FOOD. 

NEXT TIME, HE ACCEPT SOLDIER LIFE AND DID 1ST WORLD WAR. 

AFTER WAR HE BECAME A POLITICIAN AND SHINE BY SHINE HE BECAME CHANCELLOR OF GERMANY. 

AFTER BECOMIG CHANCELOR HE RAPIDLY DEVELOPED GERMANY AS A INDUSTRIAL, CULTURAL AND POWERFUL COUNTRY. 

BUT, UNFORTUNATELY HE STARTED 2ND WORLD WAR - THOUGH THE PEOPLES OF THE WORLD KNOW THAT, HITLER MEANS GERMANY AND GERMANY MEANS HITLER. 

##### IN FACT, @ FAIRY TALES MAKE THE FAIRY HEROS BY OVER IMAGINATION AND THE GREAT POLITICIANS MAKE THE HISTORY FAIRIOUS. @

⭐ BANGLA SUMMARY ✒ 
      (বাংলা সারমর্ম)

রূপকথার গল্প আমরা সবাই শুনেছি। 
দাদি, নানি, ফুফি অথবা বয়সে অনেক বড় কোন চাচাত, মামাত, ফুফাত, খালাত বোনের কাছ থেকে। 

তাঁদের কাছ থেকে শুনেছি রূপকথার নায়কদের (যেমন :- ডালিম কুমার) আছে পক্ষীরাজ ঘোড়া। 
যার দ্বারা আকাশের যে কোন স্থানে তাঁরা যেতে পারে।

আবার চাইলে রূপকথার নায়করা কোন ধরণের উপকরণ (যেমন :- অক্সিজেন সিলিন্ডার) ছাড়াই গভীর সমুদ্রে থাকতে পারে....। 

কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমরা অনেকেই সেগুলো ভুলে গেছি। 

কেননা, পরে জানতে পেরেছিলাম, ঐসব রূপকথা নিছকই মানুষের সীমাহীন কল্পনার বর্ণনা মাত্র। 

এই সব কিছুই কারো না কারো জীবনে ঘটে যাওয়া রূপকথা সংশ্লিষ্ট ব্যাপার মাত্র। 

★ কিন্তু, আজ আমি (জুনায়েদ আশরাফুর রহমান) এমন কিছু রাজনীতিকের কথা বলবো, যাঁদের জীবন রূপকথার গল্পের চেয়েও বিস্বয়কর। 

১ ) সম্রাট জহিরুদ্দিন বাবর :- ইনি ছিলেন বর্তমান উজবেকিস্তানের ফারগানার রাজকুমার এবং সম্রাট তৈমুরের ষষ্ঠ বংশধর। 
যখন তিনি মাত্র তেরো বছর বয়সের কিশোর, তখন তাঁর পিতা মৃত্যু বরণ করেন। 
কিন্তু অন্য রাজ্যের রাজারা তাঁকে হত্যা করতে চায়, তা সত্ত্বেও তিনি তাঁদেরকে পরাজিত করেন। 
এবং অবশেষে ভারতে আগমন করে ইব্রাহিম লুদিকে পরাজিত করে প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্যের এবং বিস্তার করেন দুর্দান্ত দুঃসাহসি তৈমুরিয় মুঘল বংশধারার। 

২) সম্রাট হুমায়ুন :- ইনি সম্রাট বাবরের ছেলে। 
কিন্তু দুর্দান্ত শাসক শের খান কর্তৃক রাজ্যহারা হলেও, তিনি পরে আবার তাঁর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 

৩ ) সম্রাট আলমগির (আওরঙ্গজেব) :- অতি মানব (SUPER HUMEN) বলতে যা বুঝায় - তিনি ঠিক তা-ই।

একাধারে সম্রাট, ধর্মগুরু, সুফি, আইনবিদ, সাহিত্যিক, ক্বোরানে হাফেজ, প্রজাপ্রিয় শাসক...যা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভম। 
তাঁর "ফতোয়ায়ে আলমগিরি" বর্তমান ও ভবিষ্যতের আইন রচনার জন্য এক উৎকৃষ্ট নির্দেশিকা (GUIDE LINE) স্বরূপ। 

৪ ) সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট :- ফ্রান্সের এক সাধারণ চিকিৎসকের সন্তান নেপোলিয়ন সাধারণ সৈনিক থেকে হয়ে উঠেছিলেন ফরাসি সাম্রাজ্যের একচ্ছত্র শাসক। 
সেই সঙ্গে বদলে দিয়েছিলেন আধুনিক ইউরোপের সভ্যতার শাসন ব্যবস্থা। 

৫ ) আব্রাহাম লিঙ্কন :- তাঁর প্রথম জীবন ছিলো রাজনৈতিক ব্যর্থতা আর হতাশায় পূর্ণ। 
কিন্তু, তা সত্ত্বেও তিনি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উচ্ছেদ করেছিলেন দাস প্রথা আর দেশকে রক্ষা করেছিলেন নিশ্চিত বিভক্তি থেকে। 

*** এই সত্য শুধু মহান রাজনীতিকদের জন্যই প্রযোজ্য নয় - বরং বিতর্কিত রাজনীতিকদের জন্যও প্রযোজ্য। 

৬ ) ভ্লাদিমির লেনিন :- তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ড নিয়ে বহু মতভেদ রয়েছে।
তবে, তিনিও একজন মহান রাজনৈতিক নেতা। 
মাত্র সতের বয়সে বিপ্লবি দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কারাবন্দি হয়েছিলেন ।
তারপর থেকেই শুরু হয় তাঁর বিপ্লবি রাজনৈতিক জীবন ।
যার কারণে তাঁকে রাশিয়ার তৎকালিন পুলিশ-প্রশাসনের নজরদারিতে থাকতে হয়েছিলো। 
কিন্তু, তা সত্ত্বেও তাঁর অসাধারণ কর্মকাণ্ড থেমে থাকে নি। 
এই সবের মধ্যেই তিনি অর্জন করেছিলেন আইনের সনদ (LAW DEGREE) ।
সেই সঙ্গে তিনি একের পর এক রাজনৈতিক গ্রন্থ রচনা করতে থাকেন। 
শুধু তা-ই নয়, কার্ল মার্ক্সের রচনাবলিও তিনি রাশিয়ান ভাষায় অনুবাদ করতে থাকেন। 
বর্তমান রাজনৈতিক বিশ্বে লেনিন ও লেনিনবাদের গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে প্রচণ্ড বিতর্ক। 
কিন্তু, লেনিনের সংগ্রামি জীবনকে কখনই তুচ্ছ - তাচ্ছিল্য করা যায় না। 

৭ ) জোসেফ স্ট্যালিন :- তিনি ছিলেন বিশাল সোভিয়েত ইউনিয়নের একনায়কতান্ত্রিক শাসক। 
তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এতই ভয়ঙ্কর ছিলো যে, ভিন্ন মতাবলম্বি কমিউনিস্টরাও তাঁর কাছ থেকে ছাড় পায় নি। 
কিন্তু তিনি জর্জিয়ান মুচি পরিবারের জন্ম গ্রহণ করা সত্ত্বেও, নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন । 

৮ ) এ্যাডল্ফ হিটলার :- ইউরোপের ছোট্ট দেশ অস্ট্রিয়াতে জন্ম গ্রহণ করা এই বিখ্যাত ও কুখ্যাত রাজনীতিক একদম নিঃস্ব অবস্থায় জার্মানিতে এসেছিলেন। 
প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক হিসেবে যুদ্ধ করেছিলেন ।
পরবর্তিতে তিনি হয়েছিলেন জার্মানির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি চ্যান্সেলর(প্রেসিডেন্ট)।
তারপর পোল্যান্ড আক্রমণ করে তিনি নিজেই শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ(১৯৩৯-১৯৪৫)। 

✨ প্রকৃতপক্ষে, রূপকথার নায়কেরা সৃষ্টি হয় মানুষের অতি কল্পনা থেকে
     আর মহান রাজনীতিকরা ইতিহাসকেই রূপকথার মতো গড়ে তুলেন।

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman