230) POLITICS AND THE PURE WILL :- রাজনীতি ও সদিচ্ছা ।-Written by Junayed Ashrafur Rahman

 230 https://is.gd/49Ryc ) 🌐🗺️ POLITICS AND THE PURE WILL :- রাজনীতি ও সদিচ্ছা ।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒ 


"THERE IS MUST NEED PURE WILL TO DO THE POLITICS FOR THE PEOPLES (জনগণের জন্য রাজনীতি করতে হলে অবশ্যই সদিচ্ছার প্রয়োজন রয়েছে)."


https://photos.app.goo.gl/aqzJy9poeuExUDS86


1 ) PURE WILL MEANS :- THE VIEWS OF THE POLITICIANS - WHICH ARE TOTALLY FREE FROM ANY KINDS OF GREEDS OR HARMNESS. 


2 ) NORMALLY, THRE ARE MAINLY TWO KINDS OF THE POLITICIANS IN THE WORLD ACCORDING TO THEIR ECONOMY ✒ 


a) RICH / WEALTHY. 

  AND

b) POOR / LOWER WEALTHY. 


3) BUT, EVERY POLITICIAN SHOULD MUST HAVE THE PURE WILL - IF THEY PERFECTLY WANT TO SERVE THE PEOPLES. 


4) BECAUSE, IF POLITICIANS GIVE UP THE PURE WILL - THEN THEY NORMALLY BECOME CORRUPTED. 


5) THUS, THEY REMOVED THEMSELVES FROM THE POLITICAL SERVICES FOR THE PEOPLES. 


6) THIS IS WHY, THERE IS MUST NEED THE PURE WILL TO DO POLITICS FOR THE PEOPLES. 


7)THERE WERE SOME GREAT POLITICIANS IN THE WORLD - WHO WERE POOR AND RICH, BUT BOTH OF THEM HAD THE PURE WILL FOR THE POLITICS. 


8) THIS IS WHY, THEY ARE REMEMBERABLE IN THE WORLD. 


a ) Emperor Aurangzeb Alamgir (Rahmatullahi Alaihi) https://g.co/kgs/C5WLaF ✒ 



HE WAS THE SUPER HUMEN (SEE MY PREVIOUS WRITINGS). 


HE RULED 50 YEARS PERFECTLY THE GREAT/ALL INDIA TILL HIS DEATH. 


HE LOVED ALL KINDS OF THE PEOPLES BY HIS HEART. 


THIS IS WHY, HE HAS BEEN RESPECTED AS ONE OF THE GREAT RULERS OF THE WORLD. 


BECAUSE, HE HAS THE PURE WILL FOR THE POLITICS. 


b ) Mr. President Abraham Lincoln https://g.co/kgs/6qd7o1 ✒ 


 HE WAS BORN IN LOWER MIDDLE CLASS FAMILY OF U.S.A. 


ECONOMICALLY HE HE WAS VERY NORMAL PERSON. 


THIS IS WHY, HE DID VARIOUS WORKS FOR HIS LIFE - BUT HE HAS THE PURE WILL. 


THIS IS WHY, HE BECAME SUCCESSFUL IN THE POLITICS - THOUGH HE BECAME UNSUCCESSFUL IN FIRST LIFE ABOUT THE POLITICS. 


AND NOW, HE IS BEING ACCEPTED AS ONE OF THE FOUNDER FATHER OF THE UNITED STATES OF AMERICA (U.S.A). 


c ) Karl Marx https://g.co/kgs/7mRNQR ✒ 


HE IS ONE OF THE FOUNDERS OF MODERN POLITICS - THOUGH HE WAS FOUNDER OF ACADEMIC ATHEISM. 


BUT, PERSONALLY HE WAS VERY POOR PERSON. 

HE PASSED HIS LIFE THROUGH ECONOMICALLY VERY HARD SITUATION. 


EVEN, HIS ONE OF DAUGHTERS DIED WITHOUT ANY TREATMENT - WHO WAS PATIENT OF BRONKITIES. 


BUT, NO POORNESS, NO HARMNESS CAN STOP KARL MARX FROM THE POLITICS AND THE PHILOSOPHICAL WORKS. 


BECAUSE, KARL MARKS HAD THE PURE WILL FOR THE KNOWLEDGE AND POLITICS. 


* PERSONALLY I https://is.gd/sx3IU - DISLIKE POLITICAL VIEWS OF KARL MARX FROM MY CHILDHOOD !

BUT, I HAVE A SYMPATHY FOR KARL MARX AS THE GREAT PHILOSOPHER AND HIS 'SEL-DEDICATIONS' !


EVEN, IN THE NEAR FUTURE, MARXISM WILL BE TOTALLY REMOVED FROM THE WORLD - BUT, PERSONALLY KARL MARX WILL BE REMEMBERED BY THE SCHOLAR PERSONS. 


d ) Sayed Hussain Ahmed Madani (Rahmatullahi Alaihi) https://g.co/kgs/Ra5W4k ✒ 



 HE WAS THE SUFI POLITICIANS. 


AND OF THE FREEDOM FIGHTERS OF ANTI-BRITISH MOVEMENTS. 


HE WANTED TOTAL FREE INDIA. 


FOR THIS REASON, BRITISH GOVERNMENT PUNISHED HIM AS PRISONER. 


BUT, HE NEVER STOP FROM HIS MOVEMENTS. 


BECAUSE, HE HAS THE PURE WILL FOR THE POLITICS. 


e ) Jinnah Barrister Muhammad Ali https://g.co/kgs/aAyR5h AND Mr. Mohandas Karamchand Gandhi https://g.co/kgs/89UsJq ✒ 



 THESE BOTH PERSONS WERE BORN IN THE MIDDLE CLASS TWO FAMILY OF THE BRITISH INDIA. 


IT IS TRUE THAT, THE DIVIDED THE GREAT INDIA BY THEIR POLITICAL VIEWS. 


BUT, THEY DEDICATED THEMSELVES FOR THE POLITICS AND THE PEOPLES. 


EVEN, THEY NEVER WANTED ANY AWARD OR PRIZES FOR THEIR POLITICAL WORKS. 

BUT, THE HAVE BEEN RESPECTED AS THE FOUNDER FATHERS OF THE INDIA AND PAKISTAN. 


BECAUSE, THEY HAD THE PURE WILL FOR THE POLITICS. 


f ) Jawaharlal Pandit (Scholar) Mr. Nehru

https://g.co/kgs/k4rGmP ✒ 


HE WAS THE SON OF MOTILAL NEHERU. 


AFTER BECOME A LAWYER, HE JOINED WITH THE POLITICS OF MR. GANDHI.


AND HE BECAME A MOVEMENTER OF ANTI-BRITISH MOVEMENTS. 


THIS IS WHY, HE WAS PUNISHED BY THE BRITISH GOVERNMENTS. 


BUT, IN THE PRISON, HE WROTE VARIOUS WRITINGS (SUCH AS :- "THE DISCOVERY OF INDIA") - WHICH ARE THE PARTS OF HIGH CLASS LITERATURE OF THE WORLD. 


NEXT TIME, HE BECAME PERFECTLY SUCCESSFUL IN THE POLITICS. 


AND HE WAS NEVER WISHER FOR ANY KINDS OF AWARDS OR PRIZES. 


BECAUSE, HE HAD THE PURE WILL FOR THE POLITICS. 


g ) Netaji Subhas Chandra Bose

https://g.co/kgs/3ta85u :- HE WAS ONE OF THE BIG POLITICIANS OF THE GREAT INDIA AS LIKE AS JOWHORLAL NEHERU. 


THOUGH, HE WAS NOT BECOME SUCCESSFUL AS LIKE AS PONDIT NEHERU - BUT, HE HAS BEEN RESORTED BY THE PEOPLES AS LIKE AS PONDIT NEHERU. 


BECAUSE, NETAJI SUVASH HAD THE PURE POLITICAL WILL. 


★ SO THAT, DEAR POLITICIANS OF THE THIRD MILLENNIUM, DO POLITICS WITH THE PURE WILL FOR THE PEOPLES. 

AND NEVER BECOME GREEDY OR WISHER FOR ANY AWARDS OR PRIZES YOUR POLITICAL WORKS. 


 REMEMBER, NO AWARDS - NO PRIZES NEVER CAN MAKE GREAT ANY PERSON. 

ONLY AND ONLY THE GREAT PERSONS BECOME THE GREATS ACCORDING TO THEIR OWN WORKS BY THE BLESSINGS OF ALLAH. 


🌟 BANGLA SUMMARY ✒ 

         (বাংলা সারমর্ম) 


সদিচ্ছা (সৎ + ইচ্ছা=PURE WILL) মানে :- কোন ধরণের লোভ ও ক্ষতিকর ব্যাপার ছাড়াই জনগণের জন্য কাজ করা। 


বিশেষ করে রাজনীতির মাধ্যমেই জনগণের জন্য কাজ করা হয়। 


আবার পৃথিবীতে অর্থনৈতিক দিক বিবেচনা করলে দুই ধরণের রাজনীতিক মধ্যে রয়েছে :- 

ক) ধনী / সম্পদশালী রাজনীতিক,

এবং

খ) গরীব / স্বল্প আয়ের রাজনীতিক। 


কিন্তু, সদিচ্ছা থাকলে ধনী অথবা গরীব - যে কোন রাজনীতিকই জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারেন। 


বিশ্বের অনেক রাজনীতিক রয়েছেন, যাঁরা তাঁদের সদিচ্ছার কারণে ধনী আবার গরীব হওয়া সত্ত্বেও জনগণের জন্য কাজ করে মহান হয়েছেন :-


১ ) সম্রাট আলমগির (আওরঙ্গজেব) :- ইনি ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারী মহান সম্রাট। 


তা সত্ত্বেও, তিনি বৃহৎ ভারতের সব ধরণের মানুষকে মন দিয়ে ভালোবাসতেন এবং তাঁদের জন্য একজন সেবকের মতো কাজ করতেন। 


তাই, আজ তিনি সর্বকালের মহান শাসকদের একজন হয়ে স্মরণীয় হয়ে আছেন। 


২ ) আব্রহাম লিঙ্কন :- ইনি যুক্তরাষ্ট্রের নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। 


তাই, জীবিকার তাগিদে অতি সাধারণ চাকরিও করতে হয়েছিলো। 


এবং তাঁর রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি ছিলেন একজন ব্যর্থ মানুষ। 


কিন্তু তাঁর সদিচ্ছার কারণে তিনি সফল রাজনীতিকে পরিণত হয়েছিলেন। 


৩ ) কার্ল মার্ক্স :- ইনি আধুনিক রাজনীতির অন্যতম প্রতিষ্ঠাতা। 


 যদিও তিনি প্রাতিষ্ঠানিক নাস্তিকতার প্রতিষ্ঠাতা ছিলেন - কিন্তু তিনি তাঁর রাজনৈতিক সদিচ্ছার কারণে আজও অমর হয়ে আছেন। 


কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন অতিদরিদ্র মানুষ। 


এমনকি, টাকার অভাবে তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত তাঁর এক মেয়ের চিকিৎসা পর্যন্ত করাতে পারেন নি। 

আর বিনা চিকিৎসাতেই তাঁর মেয়ে মৃত্যু বরণ করে। 


তা সত্ত্বেও, কার্ল মার্ক্সের কর্মকাণ্ড থেমে থাকে নি। 


তিনি তাঁর রাজনৈতিক সদিচ্ছা মূলক কাজের কারণে আজও অমর হয়ে আছেন। 


* আমি -জুনায়েদ আশরাফুর রহমান- ব্যক্তিগতভাবে মার্ক্সবাদের রাজনীতি পছন্দ করি না, সেই কৈশোর থেকেই - কিন্তু কার্ল মার্ক্সের নিষ্ঠার কারণে আমি তাঁকে শ্রদ্ধা করি। 


এমনকি, অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে মার্ক্সবাদ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে - কিন্তু ব্যক্তিগতভাবে কার্ল মার্ক্স তাঁর সদিচ্ছা ও নিষ্ঠার কারণে স্মরণীয় হয়ে থাকবেন। 


৪ ) সায়্যেদ হুসাইন আহমাদ মাদানি (রাহ্.) :- ইনি একজন ধর্মগুরু হওয়া সত্ত্বেও বৃটিশ বিরোধি আন্দোলনের একজন মহান নেতা ছিলেন। 


তাই, তাঁকে ইংরেজ সরকারের জেলবন্দি হতে হয়েছিলো। 


কিন্তু, তা সত্ত্বেও তাঁর রাজনৈতিক সদিচ্ছার কারণে ভারতের রাজনৈতিক ইতিহাসে আজও অমর হয়ে আছেন। 


৫ ) মি. মুহাম্মাদ আলি জিন্নাহ্ ও মি. করমচাঁদ মহাত্মা গান্ধি :- তাঁরা উভয়েই বৃটিশ ভারতের মধ্যবিত্ত দুইটি পরিবারে জন্ম গ্রহণ করেন। 


এইটা সত্য যে, তাঁরা দুইজনের কারণে বৃহৎ ভারত দুইভাগে বিভক্ত হয়েছিলো। 


কিন্তু, তাঁদের রাজনৈতিক নিষ্ঠা ও সদিচ্ছার কোন ঘাটতি ছিলো না। 


এমনকি, তাঁরা কোন প্রাইজ বা পদক-পুরস্কারেন জন্য লালায়িত ছিলেন না। 


তা সত্ত্বেও তাঁরা আজও ভারত-পাকিস্তানের মহান প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। 


৬ ) জহরলাল পণ্ডিৎ নেহেরু :- ইনি ছিলেন মতিলাল নেহেরুর ছেলে। 


আইন পাশ করার পর তিনি মহাত্মা গান্ধির সঙ্গে একত্রিত হয়ে বৃটিশ বিরোধি রাজনীতিতে জড়িত হয়েছিলেন। 


তাই, ইংরেজ সরকার তাঁকে জেলবন্দি করে !

কিন্তু, জেলে বসেই তিনি রচনা করেন উচ্চমানের সাহিত্যকর্ম (যেমন :- "দি ডিসকভারি অব ইন্ডিয়া")। 


পরবর্তিতে তিনি হয়েছিলেন ভারতের অন্যতম সফল রাজনীতিক। 


কিন্তু, তা সত্ত্বেও পণ্ডিৎ নেহেরু কোন ধরণের প্রাইজ বা পুরস্কারের জন্য লালায়িত ছিলেন না। 


৭ ) নেতাজি সুভাষচন্দ্র বসু :- ইনি পণ্ডিৎ নেহেরুর মতোই একজন মহান রাজনীতিক ছিলেন - যদিও তিনি পণ্ডিৎ নেহেরুর মতো সফল হতে পারেন নি। 


কিন্তু, তিনি তাঁর রাজনৈতিক সদিচ্ছার কারণে আজও স্মরণীয় হয়ে আছেন। 


এবং তিনি নিজেও কোন প্রাইজ বা পদক-পুরস্কারের জন্য লালায়িত ছিলেন না। 


★ তাই, তৃতীয় সহস্রাব্দের প্রিয় রাজনীতিকগণ, আপনারা রাজনীতি করবেন সদিচ্ছার সঙ্গে - কখনই কোন প্রাইজ বা পদক-পুরস্কারের জন্য লালায়িত হবেন না। 


★★ মনে রাখবেন, কখনই কোন প্রাইজ বা পদক-পুরস্কার মানুষকে মহান করতে পারে না -- বরং আল্লাহ্ পাকের দেয়া নেয়ামত, তথা গুণ ও যোগ্যতাকে কাজে লাগিয়েই মানুষ মহান ব্যক্তিতে পরিণত হয়ে থাকেন।

© All Rights Reserved 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒