4) POLITICS AND THE HUMANITY :- রাজনীতি ও মানবতা (বাংলা সারমর্ম শেষে দেয়া আছে)। - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman ✒

4 https://parg.co/bPrj ) POLITICS AND THE HUMANITY :- রাজনীতি ও মানবতা (বাংলা সারমর্ম শেষে দেয়া আছে)। - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva ✒ 




"THE HUMANITY IS DEVELOPED BY THE REAL POLITICS. (মানবতা যথাযথ রাজনীতির মাধ্যমে উন্নতি লাভ করে।)"
https://m.facebook.com/groups/379261412232871/permalink/409989299160082/ 🌟 https://write.as/qow8yzritsqox


1 ) ALSO THE HUMANITY IS COMMON SUBJECT FOR THE HUMAN WORLD. 

2 ) BY THE HUMANITY THE WORLD HUMAN CAN EXPOSE THEIR OPINIONS (MORE MY WRITINGS IN THE FACEBOOK GROUP,"THE UNIVERSAL HUMANITY). 

3 ) BUT, WITHOUT REAL POLITICS THE HUMANITY IS BEEN PREVENTED BY IMPOLITE POLITICS. 

4 ) BECAUSE, IMPOLITE POLITICS IS OPERATED BY POWER GREEDY POLITICIANS. 

5 ) AND POWER GREEDY POLITICIANS WANT TO STAY ON GOVERNMENT POWER BY PASSING ILLEGAL CONSTITUTIONS ANY HOW AND ANY WAY. 

6 ) THIS IS WHY, THEY (POWER GREEDY POLITICIANS) CAN NOT RESPECT AND SAVE THE HUMANITY. 

7 ) BECAUSE, ALSO THE REAL GOVERNMENTS IS ONE OF THE PARTS OF THE WORLD HUMANITY. 

8 ) IN FACT, ILLEGAL CONSTITUTIONS AND GOVERNMENTS HARM ALSO THE WORLD HUMANITY. 

9 ) OTHERWISE, THE REAL POLITICS INCREASED THE WORLD HUMANITY. 

a ) PLATO AND ARISTOTLE FOUNDED "THE ACADEMIC POLITICS" 
AND BY THEIR POLITICAL PHILOSOPHY MANY MANY COUNTRIES DIRECTLY AND INDIRECTLY HAVE BEEN INFLUENCING. 

b ) Ashok (Oshok) THE GREAT WAS THE INCREASER AND DEVELOPER OF THE Maury (MURJO) EMPIRE. 
HIS EMPIRE WAS MORE AND MORE DEVELOPED THAN Athenian, Roman , Persian , Mesopotamian.....EMPIRE ABOUT Rulings, Philosophy , Literatures , Actual Politics.......... . 

C ) EMPEROR Amirul Muminin Muabia Bin Sufyan (Rad.) WAS THE FIRST EMPEROR OF THE MUSLIM NATION (ALLAHU AKBAR). 

THOUGH, SOME PERSONS CRITICIZE HIM - BUT, HE (RAD.) WAS THE GREAT PROTECTOR OF THE ISLAM RELIGION AND THE MUSLIM NATIONS (ALLAHU AKBAR). 

HE BUILT UP THE REAL HUMANITY BY THE REAL POLITICS. 

EVEN, ANOTHER RELIGIOUS SOCIETIES ACCEPTED THE REAL AUTHORITIES FROM THE POLITICS OF EMPEROR AMIR Muabia (ALLAHU AKBAR). 

d ) Jinda Pir Emperor Alamgir (Awrangazeb) WAS ONE OF THE PERFECT RULERS OF THE WORLD. 

 HE (Emperor Alamgir) BUILT UP THE GOVERNMENT OF HUMANITY BY THE REAL POLITICS. 

★ SO THAT, THERE ARE NO OPTIONS AGAINST THE REAL POLITICIANS TO DEVELOP THE HUMANITY. 

🌟 BANGLA SUMMARY ✒ 
      (বাংলা সারমর্ম) 

মানবতা সারা বিশ্বের জন্য একটা আবশ্যিক ব্যাপার (বিস্তারিত আমার লেখা আরও আছে, https://www.facebook.com/junayedmnhumanity/ ফেসবুক পেইজ)। 

কিন্তু, কোন দেশের সরকার ব্যবস্থা যদি অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তবে মানবতা চরমভাবে অবরুদ্ধ হয়। 

কেননা, এই ধরণের অযোগ্য শাসকেরা (নিরো, হিটলার, স্ট্যালিন....) মানবতার চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করে আর মানুষের ক্ষতি সাধন করে। 

তবে, সরকার ব্যবস্থা যদি যোগ্য শাসক দ্বারা পরিচালিত হয়, তবে মানবতা সর্বোচ্চভাবে উন্নতি লাভ করে। 

১) এটা পুরোপুরিভাবে সত্য যে, দার্শনিক প্লেটো এবং এ্যারিস্টটল হচ্ছেন "প্রাতিষ্ঠানিক রাজনীতি" -র প্রতিষ্ঠাতা। 

তাঁদের রচিত, "দি রিপাবলিক" এবং "দ্য পলিটিক্স" নামক দুইটি গ্রন্থেরর মাধ্যমে পৃথিবীর সব সরকার ব্যবস্থা আজও নির্দেশনা পাচ্ছে। 

তাঁদের গ্রন্থে মানবতার পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু নির্দেশনা রয়েছে। 

যা আজও মানুষকে অনুপ্রাণিত করে। 

২) সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নাতি এবং সম্রাট বিন্দুসারার ছেলে। 

মৌর্য সাম্রাজ্য প্রকৃতভাবে প্রতিষ্ঠা লাভ করে সম্রাট অশোকের আমলেই।

"অশোকসাম্রাজ্য" রাজ্যশাসন, প্রজাপালন, সাহিত্য- সংস্কৃতি....র উন্নয়নে অতীতের যে কোন সাম্রাজ্য, যেমন :- গ্রিক, রোমান, ব্যাবিলন...র চেয়ে বহুগুণে উন্নত ছিলো। 

পাশাপাশি মানবতার উন্নয়নেও সম্রাট অশোকের শাসন ব্যবস্থা ছিলো অতুলনীয়। 

৩) হযরত মুয়াবিয়া বিন সুফিয়ান (রাদি.) হচ্ছেন মুসলিম জাতির প্রথম সম্রাট। 

তাঁর ব্যাপারে যে যত কথাই বলেন না কেন, ইসলাম ধর্মের প্রসার ও সুরক্ষায় "সম্রাট মুয়াবিয়ার (রাদি.)" অতুলনীয় অবদান অস্বীকার করার ক্ষমতা কোন ব্যক্তির নাই। 

আর তাঁর আমলে সব ধর্মের মানুষই সুরক্ষিত ছিলেন, যা মানবতার এক প্রকৃষ্ট উদাহরণ। 

৪) সম্রাট আলমগির (আওরঙ্গজেব) ছিলেন একাধারে ধর্মগুরু ও মহান শাসক। 

তাঁর আমলে সকল ধর্মের মানুষেরা যে মর্যাদা পেয়েছিলেন, তা মধ্যযুগে পৃথিবীর অন্য কোন শাসকের কাছ থেকে অন্য কোন সাম্রাজ্যের জনগণ পেতে পারেন নি। 

🌟 তাই, মানবতার উন্নয়নে যোগ্য শাসকের কোন বিকল্প নাই। 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒