830) Fight of the Religious individuals. (ধার্মিক ব্যক্তিদের যুদ্ধ।) _ Written by Junayed Ashrafur Rahman

830) Fight of the Religious individuals. (ধার্মিক ব্যক্তিদের যুদ্ধ।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html @ Junayedmn1@gmail.com Facebook Messenger https://m.me/junayedmn1 ✒ 


“The real religious individuals fight against injustice and illegal laws—never against any person. (ধার্মিক ব্যক্তিগণ যুদ্ধ করেন অন্যায় অবিচারের বিরুদ্ধে_ কোন ব্যক্তির বিরুদ্ধে না।)” 


https://www.facebook.com/share/p/19YdaFAn1Z/

Religious individuals always want to see peace and social balance. 


However, when national and international human societies lose peace and balance, religious individuals take action against social disorders and imbalance. However, they (the religious individuals) never fight against any person.


🌟 The Mughal dynasty was established by various emperors. 


Some emperors were wise, brave, advanced, and smart.


🌟🌟 Emperor Muhammad Akbar Abu'l-Fath Jalal-ud-Din the Great (https://g.co/kgs/7Ebjsj) was one of the most successful emperors in the world. 


He was the son of Emperor Nasir ud-Din Muhammad Humayun (https://g.co/kgs/KywwT2) and the grandson of Emperor Babur the Great Zahir ud-Din Muhammad (https://g.co/kgs/Wkm5P6).


Akbar accepted the administration of the vast Mughal dynasty as Emperor when he was a 13-year-old boy.


From the age of 13, he was able to operate the Mughal dynasty successfully.


It is true that there are many religions, languages, nations, and cultures in India.


At one time, Akbar wanted all Indian people to be united under one culture, ideology, nation, and community.


This is why Akbar created a new ideology, “Din-e-Ilahi” (The Universal Lifestyle).


This way, all Indian people could carry out their daily lives without any differences.


Unfortunately, this ideology and Akbar's aim were derailed by some impolite individuals.


Although the new ideology, Din-e-Ilahi, was derailed, Akbar remained a devout Muslim.


However, Din-e-Ilahi caused some religious discord.


For this reason, Imam Ahmad Sirhindi Mujaddid-e-Alf Thani (Rah.) https://g.co/kgs/ufGBzn opposed Din-e-Ilahi.


🌟🌟🌟 Imam Ahmad Sirhindi Mujaddid-e-Alf Thani (Rah.) https://g.co/kgs/ufGBzn was a great Muslim scholar.


Imam Al-Faisal Sirhindi memorized the Quran in his childhood. 


He also became an expert and graduated in fiqh (Islamic law), Hadith Sharif, and literature. He studied the Chishti, Qadri, and Naqshbandi Tariqas (spiritual systems) of Sufism when he was a young man.


Later, Imam Sirhindi established a new system called the "Mujaddidiyya Tariqa."


When Akbar introduced Din-e-Ilahi, the young Imam Sirhindi took a stand against it.


The young Imam Sirhindi opposed Din-e-Ilahi of the great Emperor Akbar.


It was a jihad, a fight for Islam against Din-e-Ilahi, not against Akbar.


The jihad of Imam Sirhindi is a very significant subject.


Though it may be unbelievable to some people, it is historically true that the young Imam Sirhindi conducted jihad against Din-e-Ilahi of the great Emperor Akbar.


Once, Imam Sirhindi became successful against Din-e-Ilahi.However, Imam Sirhindi never killed or harmed Emperor Akbar.This is because Imam Sirhindi's fight was only against Din-e-ilahi.


Therefore, to fight for religion, one must abandon the hatred and animosity in their mind. For example: ‘He is becoming more well-known than me, so I must stop him in the name of religion.’ These are matters of hatred and animosity. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://goo.gl/maps/RoKi3ekrhkm5PAHPA , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

junayedmn1@gmail.com

Facebook Messenger https://m.me/junayedmn1 


My Writings ✒ https://www.blogger.com/profile/11734624718328723069

702) My success in literature (writing). (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2023/06/702-my-success-in-writing-written-by.html

707) After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman ✒ https://mytimemyexperiencesjunayedmn1.blogspot.com/2023/06/707after-fantasy-of-ministry-written-by.html

636) About the copyright of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2025/06/636-about-copyright-of-my-writing.html

637) Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2022/10/637win-prizes-written-by-junayed.html

667) Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2023/02/667case-against-chat-gpt-written-by.html http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 


ধার্মিক ব্যক্তিগণ সবসময় সমাজে শান্তি ও ভারসাম্য দেখতে চান।


কিন্তু, যখন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ শান্তি ও ভারসাম্য হারিয়ে ফেলে, তখন ধার্মিক ব্যক্তিগণ সমাজের ভারসাম্য রক্ষার জন্য সক্রিয় হয়ে উঠেন।


কিন্তু, তিনিরা শুধু সংগ্রাম করেন অশান্তি ও অবিচারের বিরুদ্ধে - কখনোই না কোন ব্যক্তির বিরুদ্ধে।


🌟 মুঘল রাজবংশে অনেক সফল রাজনীতিকের জন্ম হয়েছে, যিনিরা সফলভাবে সাম্রাজ্য পরিচালনা করেছেন।


তিনিদের মধ্যে সম্রাট আকবর অন্যতম।

তিনি সম্রাট জহিরুদ্দিন বাবরের নাতি এবং সম্রাট হুমায়ুনের ছেলে।


আকবর যখন মাত্র ১৩ বছরের কিশোর, তখন সম্রাট হুমায়ুন মৃত্যু বরণ করেন।


ফলে মাত্র ১৩ বছর বয়সেই আকবরকে মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নিতে হয়, অর্থাৎ ১৩ বছর বয়সেই তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহন করেন।


এবং সাফল্যের সঙ্গে সারাটা জীবন মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন।


এটা সত্য যে ভারত এমন একটা দেশ, যে দেশে রয়েছে বহু ধর্ম, সংস্কৃতি, বর্ণ ও গোত্রের মানুষের বসবাস - সেই আদিকাল থেকেই।


তাই, সম্রাট আকবর চেয়েছিলেন সব মানুষকে একটিমাত্র সংস্কৃতিতে একত্রিত করার জন্য।


তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন, "দ্বীন-ই-ইলাহি" নামের একটা সাংস্কৃতিক পদ্ধতি - সেটা ছিলোনা কোন ধর্মের বিকল্প।


কিন্তু, আকবরের কিছু কুচক্রী ও বিপথগামি সভাসদ সেই "দ্বীন-ই-ইলাহি" নামের সাংস্কৃতিক পদ্ধতিকে ইসলাম ধর্মের বিকল্প হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছিলো।


তাই ইমাম আহমাদ সিরহিন্দি (রাহ্.) - যিনি মুজাদ্দিদে আলফেসানি নামেই সর্বাধিক পরিচিত - ঐ দ্বীন-ই-ইলাহির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।


🌟 ইমাম সিরহিন্দি (মুজাদ্দিদে আলফেসানি) ছিলেন ইমাম গাজ্জালি, আব্দুল ক্বাদির জালানি, খাজা মঈনুদ্দিন চিশতি (রাহ্.) ...র সমতুল্য ব্যক্তি।


অতি অল্প বয়সেই ইমাম সিরহিন্দি কুরআন হিফ্জ করেন এবং ইসলামি আইনে পারদর্শিতা লাভ করেন।


সেই সঙ্গে চিশতিয়া, ক্কাদরিয়া এবং নক্শবন্দিয়া ত্বরিকায় (আধ্যাত্মিক পদ্ধতিতে) পারদর্শিতা লাভ করে নিজেই প্রতিষ্ঠা করেছিলেন,"মুজাদ্দেদিয়া" ত্বরিকা - যা ভারতীয় উপমহাদেশসহ অন্যান্য স্থানেও চর্চা করা হয়।


তিনি একজন তরুণ ধর্মগুরু হিসেবেই জীবন কাটাচ্ছিলেন - কিন্তু আকবরের বিপথগামি সভাসদদের দ্বারা দ্বীন-ই-ইলাহি যখন প্রসার লাভ করছিলো, তখণ তরুণ ইমাম সিরহিন্দি (রাহ্) দ্বীন-ই-ইলাহির বিরুদ্ধে যুদ্ধ, তথা জিহাদ করে সফল হয়েছিলেন।


🌟 এটা অবিশ্বাস্য হলেও সত্য যে, তরুণ ইমাম সিরহিন্দির জিহাদ ছিলো শুধুমাত্র দ্বীন-ই-ইলাহির বিরুদ্ধে - সম্রাট আকবরের বিরুদ্ধে না।


🌟🌟 কেননা, ধার্মিক ব্যক্তিগণ শুধু অন্যায় - অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করেন - কোন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করেননা।


তাই ধর্মের জন্য যুদ্ধ করতে হলে নিজের মনের হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে। যেমন:- সে আমার থেকে বেশি পরিচিতি পাচ্ছে। তাই ধর্মের দোহাই দিয়ে তাকে প্রতিহত করতে হবে।_ এগুলো হচ্ছে হিংসা বিদ্বেষের ব্যাপার।

Comments

Popular posts from this blog

423) Aggression about reforming. - Written by Junayed Ashrafur Rahman

51) About peaceful elections._ Written by Junayed Ashrafur Rahman

333) State and corruption. (রাষ্ট্র ও দুর্নীতি।) - Written by Junayed Ashrafur Rahman ✒