831) The kind of politics. (রাজনীতির রকমফের।) _ Written by Junayed Ashrafur Rahman
831) The kind of politics. (রাজনীতির রকমফের।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html @ Junayedmn1@gmail.com Facebook Messenger https://m.me/junayedmn1 ✒
“The politics are different for each person. (রাজনীতি বিষয়টা একেকজনের কাছে একেক রকম।)”
🌟 It's like playing chess.
Politics is like playing chess to anyone. For those who do not contradict their party or country and have the highest power, politics is like playing chess.
Politics is like playing politics for people like US President Donald Trump, Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping, Indian Prime Minister Narendra Modiji, and German Chancellor.
And Emperor Akbar, Queen Victoria, Mahatma Gandhi, Barrister Jinnah, Pandit Jawaharlal Nehru, Mrs. Indira Gandhi, and others are like playing chess.
🌟 Like playing cricket.
For those who do politics in the inheritance of the ancestors, politics is like playing cricket.
Especially in some countries of South Asia, including Bangladesh, India, and Pakistan, familyism is significant in politics. Politics in such a country is like playing cricket.
The two batted, and the rest of the team live in the serial. One with the ball was beaten, and eleven people resisted the ball. On the other hand, the field is only busy to catch the ball.
That is, those who do politics in the ancestors have to reduce their labor. The rival is less.
🌟 Like playing football.
Those who do not do politics in heirs or have no opportunity to do politics in inheritance. His father or grandfather did not do politics, but he himself got a good opportunity in politics on contemporary political opportunities. For such a person, politics is like playing football.
Ninety minutes of play should be run. There is no success in playing football without physical exertion. There is not much chance of talking from one person to another. The captain and the other player all have to run. Captancy does not have the opportunity to leave the game. He will say, “You can't play yourself; you can't even help us. You rather get up and give another a chance to open.”
This is the same for those who do not do politics in inheritance. Presidents and activists all have to pay labor for the party. Other workers do not hesitate to protest when the president is more disturbed. If no leader or worker can work properly, no one else cooperates or finds out properly. You have to do my politics.
🌟 As like daily labors.
People who do not study, do not have money, and have no opportunity to do something big in politics. The politics of such people is like daily labor. When the leader is taken for the procession meeting, the labor politicians of this kind will work for him.
🌟 To me, politics is like salt.
I am literary. I'm not with any political party. Furthermore, I earn my daily cost by earning it myself. In addition to the various topics, I also study politics. But in reality I am not involved with any political party. I am not involved in any political activities. But as an educated person, a conscious person, and a literary person, I write about politics. So politics is like salt to me. If you do not eat, it is difficult to eat more. Salt is like eating.
Dear Readers, politics to you like something? ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"
My home Location ✒ https://goo.gl/maps/RoKi3ekrhkm5PAHPA , But I don't live here. Rented out to other people
Nandail Municipality, Mymensingh, Bangladesh
junayedmn1@gmail.co
Facebook Messenger https://m.me/junayedmn1
My Writings ✒ https://www.blogger.com/profile/117346247183287230
702) My success in literature (writing). (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2023/06/702-my-success-in-writing-written-by.htm
707) After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman ✒ https://mytimemyexperiencesjunayedmn1.blogspot.com/2023/06/707after-fantasy-of-ministry-written-by.htm
636) About the copyright of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2025/06/636-about-copyright-of-my-writing.htm
637) Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2022/10/637win-prizes-written-by-junayed.htm
667) Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2023/02/667case-against-chat-gpt-written-by.html http://ow.ly/Zawy104u7k
#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisd omOllll69 m..E
🌟 দাবা খেলার মতো।
রাজনীতি কারোর কাছে দাবা খেলার মতো। যাদের নিজের দল অথবা দেশে অপ্রতিদ্বন্দ্বী নাই এবং ক্ষমতা আছে সর্বোচ্চ, তিনিদের কাছে রাজনীতি দাবা খেলার মতো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী, জার্মানির চ্যান্সেলর প্রমুখ ব্যক্তির কাছে রাজনীতি দাবা খেলার মতো।
এবং সম্রাট আকবার, মহাত্মা গান্ধী, ব্যারিস্টার জিন্নাহ, পন্ডিত জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রমুখের কাছে রাজনীতি হচ্ছে দাবা খেলার মতো।
🌟 ক্রিকেট খেলার মতো।
যারা বাপদাদার উত্তরাধিকার সূত্রে রাজনীতি করন, তাদের কাছে রাজনীতি হচ্ছে ক্রিকেট খেলার মতো।
বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেরসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে রাজনীতিতে পরিবারতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরকম দেশে রাজনীতি হচ্ছে ক্রিকেট খেলার মতো।
দুজনে ব্যাটিং করেন আর দলের বাকি নয়জন সিরিয়ালে থাকেন। একজনে বল পেটায় আর এগারো জনে সেই বল প্রতিহত করেন।যেদিকে বল ছুটে, শুধু সেইদিকের ফিল্ডার ব্যস্ত থাকে বল ধরার জন্য।
অর্থাৎ যিনিরা বাপদাদার সূত্রে রাজনীতি করেন, তাদের পরিশ্রম কম করতে হয়। প্রতিদ্বন্দ্বী থাকে কম।
🌟 ফুটবল খেলার মতো।
যিনিরা উত্তরাধিকার সূত্রে রাজনীতি করেননা অথবা উত্তরাধিকার সূত্রে রাজনীতি করার কোনো সুযোগ নাই।
বাবা অথবা দাদা কেউই রাজনীতি করেননি, কিন্ত তিনি নিজে সমকালীন রাজনৈতিক সুযোগে রাজনীতিতে ভালো সুযোগ পেয়েছেন। এরকম ব্যক্তির জন্য রাজনীতি হচ্ছে ফুটবল খেলার মতো।
নব্বই মিনিটের খেলার পুরোটা সময় দৌড়াতে হবে। শারীরিক পরিশ্রম ছাড়া ফুটবল খেলায় সাফল্য নাই। এক জনের সাথে আরেক জনের কথা বলারও তেমন সুযোগ থাকেনা। ক্যাপ্টেন আর অন্য প্লেয়ার সকলকেই দৌড়াতে হয়। খেলা ফেলে দাঁড়িয়ে থেকে ক্যাপ্টেনগিরি করারও সুযোগ থাকেনা।খেলতে খেলতে হাঁপালে নিজের দলের অন্যকেউ হয়ত বলবে,“তুমি নিজেও খেলতে পারতেছো না, আমাদেরকেও সহযোগিতা করতে পারছতেছো না। তুমি বরং উঠে গিয়ে আরেকজনকে খলার সুযোগ করে দাও।”
যারা উত্তরাধিকার সূত্রে রাজনীতি করেননা, রাজনীতিটা হচ্ছে তাদের কাছে এরকমই। দলপতি আর কর্মী, সকলকেই দলের জন্য শ্রম দিতে হবে। দলপতি বেশি ডিস্টার্ব করলে অন্য কর্মীরা প্রতিবাদ করতে দ্বিধা করেননা। কোনো নেতা অথবা কর্মী ঠিকমতো দলের কাজ করতে না পারলে অন্যকেউ সহযোগিতা তেমন করেনা অথবা ঠিকমতো খোঁজও নেয়না। নিজের রাজনীতি নিজে করতে হয়।
🌟 রোজের কমলার মতো।
যেসকল ব্যক্তির পড়াশোনা নাই, টাকা পয়সা নাই এবং রাজনীতিতে বড় কিছু করার তেমন সুযোগ নাই। এরকম মানুষের রাজনীতি হচ্ছে রোজের কামলার মতো। যখন যে নেতা মিছিল মিটিং করার জন্য নিয়ে যাবেন, তখন তিনিরই হয়ে কাজ করবে এই ধরনের রোজের কামলা রাজনীতিকরা।
🌟 আমার কাছে রাজনীতি হচ্ছে লবণের মতো।
আমি একজন সাহিত্যিক। আমি নই যুক্ত কোনো রাজনৈতিক দলের সাথে। আমি নিজে উপার্জন করে জীবন নির্বাহ করি।বিভিন্ন বিষয়ের পাশাপাশি আমি রাজনীতি বিষয়েও সাহিত্যচর্চা করি। কিন্তু বাস্তবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে নই জড়িত। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও আমি নই জড়িত। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি, রাজনীতি সচেতন ব্যক্তি এবং সাহিত্যিক হিসেবে রাজনীতি সম্পর্কে লেখালেখি করি। তাই রাজনীতি আমার কাছে লবণের মতো। না খাইলেও ঝামেলা, বেশি খাইলেও ঝামেলা। লবণ খাইতে হয় পরিমাণ মতো।
প্রিয় রিডার্স, আপনার কাছে রাজনীতি কোন জিনিসের মতো?
Comments
Post a Comment