812) About the country reforming. (রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে।) _ Written by Junayed Ashrafur Rahman

 812) About the country reforming. (রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html

🌟 How to translate my writings into your language. https://youtu.be/rsfots7Zf4Q?si=nmdFRZ_3kmCBzKne 🌟https://fb.watch/sdg6hGOW4A/?mibextid=Nif5oz 

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে।


“রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট কোন রোডম্যাপ অথবা নিয়মনীতি নাই।”


ক্ষমতায় যিনিরা থাকেন, তিনিরাই নিজেদের মতো করে রাষ্ট্র সংস্কার করেন।


ক্ষমতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অসম্ভব। যে ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতায় নাই, তিনি যত শিক্ষিত অথবা টাকার মালিক হোন না কেন, তিনির দ্বারা রাষ্ট্র সংস্কার করা অসম্ভব।


তাই যখন কোন ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা দল রাষ্ট্র ক্ষমতায় আরোহন করেন, তখন তিনিরাই রাষ্ট্রের সংস্কার করেন।


তখন নতুন শাসকরা অতীতের শাসন ব্যবস্থাকে নিজেদের মতো করে সংস্কার করে নেন।


এক্ষেত্রে নতুন শাসকরা সুনির্দিষ্ট কোন নিয়মনীতি অনুসরণ না করে নিজেদের মতো করে রাষ্ট্রের সংস্কার করেন।


কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে গিয়ে নতুন সরকার যদি কোন সুনির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী অথবা দলকে নিধন করা শুরু করেন, তাহলে সেটা রাষ্ট্রের সংস্কার হয়না।


আবার, কোন দলকে সরকার গঠনের জন্য সুযোগ করে দিলে, সেটাও রাষ্ট্রের সংস্কার হয়না।


বরং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাই হচ্ছে আসল রাষ্ট্র সংস্কার। এরকম নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং জনসাধারণ নির্ভয়ে ও নিরাপদে ভোট প্রদান করবেন। এবং যে দল বেশি ভোট পাবেন, তিনিরাই সরকার গঠন করবেন। এটাই হচ্ছে আসল রাষ্ট্র সংস্কার।


এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের নাগালের মধ্যে রাখতে পারাও হচ্ছে রাষ্ট্র সংস্কারের অন্যতম বিষয়।


দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে না পারলে সেটা রাষ্ট্রের সংস্কার হয়না। 


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে অতীতের শাসক আর বর্তমানের রাষ্ট্র সংস্কারে ইচ্ছুক শাসকের মধ্যে কোন পার্থক্য থাকেনা।


অতএব রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের আয়োজন ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে।

https://youtu.be/VC_kYJJ00o0?si=Q1gPqS_m7KQRR0xH   https://www.facebook.com/share/v/1EMj2mPteJ/



Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman