662)World Peace and the Ukraine-Taiwan War.(বিশ্বশান্তি এবং ইউক্রেন-তাইওয়ান যুদ্ধ।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/Urw8 ( http://ow.ly/6veS104sakI )

 662 https://parg.co/UEES )World Peace and the Ukraine-Taiwan War.(বিশ্বশান্তি এবং ইউক্রেন-তাইওয়ান যুদ্ধ।) – Written by Junayed Ashrafur Rahman https://parg.co/UYAr ( http://ow.ly/efEw102XXHZ ) ✒ #Worldpeace #Worldpolitics #Wisdom #Humanity #Welfare 


"The war in Taiwan will be worse than the war in Ukraine.” https://write.as/fyke6r9yafj71



🌟 Geographical location ✒ 


China is not only a strong country in the region, but there are also nuclear powers like India and Pakistan. And there are also developed countries like Japan, South Korea and Malaysia.


As a result, the Taiwan War will have an impact on those countries as well.

 

🌟 Densely populated areas ✒


Along with China, India is also a country of hundreds of millions of people.


And other countries, including Bangladesh, are densely populated.


The impact of the Taiwan War will fall more or less on that large population.


🌟 It's hard for China. ✒


Just as Pakistan has a conflict with India over the border, there is a conflict with India, as well as india has a conflict with China.


Even as China is claiming Taiwan as its part, China is claiming India's Arunachal Pradesh as its own.


But India is not as weak as Ukraine. Therefore, President Xi Jinping will not be able to attack India as easily as Russian President Vladimir Putin has been able to attack Ukraine.


More complicated is china's conflict with the USA on the Taiwan issue on the one hand, and China's conflict with India on the Arunachal issue. It became a very complicated issue for China.


And because there are many countries between the USA and Russia, the USA could not directly resist Russia during the invasion of Ukraine.


So, if China invades Taiwan, the USA will easily have a chance to obstruct China.


🌟 President Xi Jinping's excesses ✒


If the Taiwan war begins, it will only be because of President Xi Jinping's excesses.


Yes, just because of Xi Jinping's excesses.


Despite having the opportunity to stay in power for the rest of his life, he now has to occupy Taiwan.


After Mao Zedong, Xi Jinping got the opportunity to remain in power for the rest of his life as President of China.


However, Mao Zedong aggressively increased the size of China by occupying the whole of Tibet and parts of some other countries, including India. He could have captured Taiwan if he wanted to. But he didn't do that because of international politics.


Because, at first, Mao Zedong was a follower of the Soviet Union. But without getting enough support from the Soviet Union, he became a follower of the USA.


Since then, Mao Zedong's power was confirmed and the pace of China's progress increased further.


But China has now become the main competitor to the USA. Especially in the field of economy, technology, and military.


Despite being the President of China, Xi Jinping could not be satisfied. That's why he has to take over Taiwan.


I am never saying that you give up your presidency, power, and property. And in the end, You just want peace.


Rather, I am saying that President Xi Jinping gave up the emotion of occupying Taiwan.


Yes, President Xi Jinping is only passionately seeking to take over Taiwan.


The main point of his argument is that Taiwan was part of China. So now Taiwan has to be linked to China.


Basically, when the national consciousness is at its peak in a person, then people are subject to such emotions.


This can happen to people of any age, but it's something to blame.


But it is the fault of destroying world peace by being subject to such emotions.


As a child, I had that kind of emotion. A long time ago, when I was a child, I used to think, how to build a Pre-1947 Bangladesh?


Occasionally, I didn't even sleep at night. But now that thought does not arise in the mind.


This has happened in my life, so I can easily understand the case of President Xi Jinping.


However, in the case of President Xi Jinping, it has become a matter of dignity.


President Xi Jinping's strong protests over the flying of aircraft over Taiwan have become a matter of pain and self-respect.


However, the issue of China flying over Taiwan was a lot like ragging.


And due to the protests of the USA, the self-esteem of Xi Jinping has been further hurt. 


Therefore, it is being said that the USA should not interfere in China's internal affairs.


But recently, China's successful military exercises have taken place around Taiwan. That is, successful ragging.


This time, after this exercise of China, the USA has played a very defensive role.


Therefore, the opportunity to remain in power for the rest of his life, the successful military exercises around Taiwan, and the defensive behavior of the USA—all together have increased the status of President Xi Jinping.

Then there can be no need to capture Taiwan.


Yes, these are my theoretical discussions, but what does President Xi Jinping actually do?


🌟 The struggle for the existence of power in the USA in East and South Asia ✒ 


Shockingly, the fact remains that the existence of us power in South Asia will be threatened by the Taiwan War.


Nothing will happen to the sovereign existence of the USA due to the Taiwan War. 


But the perception of the US's influence among the people of South Asia since World War II will not be due to the Taiwan War. If the USA cannot protect Taiwan from China.


It's a matter of influence – prestige, but it will also greatly affect the U.S. trade.


Especially among the people of South Asia, there will be no fear and high perception about the USA.


For example :- Before the election, the opposition parties in some South Asian countries think that they may be able to come to power through the intervention of the USA.


But if the Taiwan War begins, and the USA fails, then people will not have that high understanding of the USA.


In this way, the existence of power in the US in the Taiwan War will be threatened.


And this will affect the USA all over the world.


Therefore, the Taiwan War must be won in order to preserve the existence of The USA power in South Asia.


🌟 Role of Bangladesh ✒   


Bangladesh will not have much role in the China-USA war on the Taiwan issue.


Because, Bangladesh is a debtor country. That is, Bangladesh's economy is almost equally dependent on China and the USA.


Bangladesh has made a lot of progress, but has not been able to play a role in the China-Taiwan war.


🌟 Citizen of the debtor country ✒ 


I am a citizen of the debtor country Bangladesh.


I also have to work as an educated middle-class person of Bangladesh for a living.


Just as Bangladesh is a debtor country, I am also a citizen.


The Android phone I am writing through is Oppo Mobile, made in China.


But I use the product of the USA. Google, Chrome, Facebook, WhatsApp, etc.


So, like Bangladesh, I have no role in the China-Taiwan war.


And my this writing is part of establishing world peace.



🌟 No chance to play ✒ 


The USA does not have the opportunity to play against China on the Taiwan issue.


Because, unlike China, Taiwan is a small island country.


If China goes to war with Taiwan, the USA will take over Taiwan before the start of the game.


As a result, the USA will not have the opportunity to play any kind of political game https://parg.co/Ur1c ( http://ow.ly/KfeA104rxPC ) .


🌟 It will have an impact on the whole world ✒


It can never be desirable for China to get involved against the USA on the Taiwan issue.


But if the verdict continues, then its impact will not be on the energy sector, but it will definitely be on technology.


Therefore, it will also have an impact on technology-based agriculture, industry, and trade.


On the one hand, due to the war in Ukraine, the price of fuel oil has increased around the world.


On the other hand, if the Taiwan war creates problems in the technology sector, then the suffering around the world will increase further.


🌟 The USA will have to fight on the front line ✒


The US will not be able to take advantage of the Taiwan war by acting only with assurances, promises, and courage like the Ukraine war.


To win on the Taiwan issue, the USA has to fight directly on the front.


Because, if the USA does not do this, China can occupy Taiwan in one day or even an hour.


🌟 China's allies ✒


If the Taiwan issue begins, China will not have such a significant ally.


Even other countries in Europe, America, and Africa will not side with China.


And if Russia, North Korea, and some other countries sided with China, they may not cooperate with military power and soldiers.


That is, due to the Taiwan War, China may be separated from the outside world.


🌟 Allies of the USA ✒ 


USA will have more allies in the region than China.


Japan has taken a stand against China and Japan has taken a position on behalf of the USA.


It is almost certain that South Korea will take a position on behalf of the USA later.


🌟 The silence of other countries ✒ 


Countries like Vietnam, Cambodia, etc. are more likely not to take china's side.


In the golden age of communism in the past, Vietnam was able to take advantage by fighting against the USA.


But now that golden age of communism is not there.


So, Vietnam may not take the risk of becoming an enemy of the USA by siding with China.


And it is almost certain that countries like Cambodia, Thailand, Malaysia, Indonesia, Brunei, etc. will remain neutral.


Many of them will even side with the USA. Even Australia will side with the USA.


🌟 A safe battlefield ✒


There is only the Pacific Ocean between China, Taiwan, and the USA.


So if the war is the verdict, then it is better that the Pacific Ocean should be a battlefield.


Because, it will take only one day for China to occupy Taiwan.


For this reason, the USA must try to establish a strong military base in Taiwan before Taiwan is occupied by China.


Yes, if the USA wants to do it, China will definitely try to resist the USA. And it has to be resisted in the Pacific Ocean.


All the damage it will cause will be in the Pacific Ocean.


No country will be directly affected. Even if China, Taiwan, and the USA suffer military and economic damage, the country will not be directly harmed.


But they will never attack each other with nuclear weapons.


Even if there is a war, this is how world peace will be protected.


🌟 Peace talks ✒


Peace talks on Taiwan are definitely necessary.


Due to the War in Ukraine and the coronavirus, the world economy is in a state of turmoil today.


Although the incidence of the coronavirus has decreased, the impact of the coronavirus has not decreased.


The war in Ukraine has already begun. The matter has become more complicated. Now, if there is a Taiwan war, its impact will be even greater.


As a result, about the whole world will move towards worse. Therefore, considering all the factors, representatives of China, Taiwan, the United States, Japan, the European Union and the United Nations should participate in the peace talks. So that there is no war on taiwan issue.


It is enough to give up President Xi Jinping's excesses only to prevent Taiwan from going to war.


Now, it remains to be seen how much world politics can keep President Xi Jinping from excesses. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 



“ইউক্রেন যুদ্ধের চেয়ে তাইওয়ানের যুদ্ধ হবে বেশি ভয়াবহ।”


🌟 ভৌগোলিক অবস্থান ✒ 


এই অঞ্চলে শুধু চীনই শক্তিশালী দেশ না, বরং রয়েছে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তির দেশও। এবং রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো উন্নত দেশও।


ফলে তাইওয়ান যুদ্ধের প্রভাব উক্ত দেশগুলোতেও পড়বে।

 

🌟 ঘনবসতিপূর্ণ অঞ্চল ✒


চীনের পাশাপাশি ভারতও শতকোটি মানুষের দেশ।


এবং বাংলাদেশসহ অন্যান্য দেশেও আছে ঘনবসতি।


তাইওয়ান যুদ্ধের প্রভাব ওই বিশাল জনগোষ্ঠীর উপর কম-বেশি পতিত হবে।



🌟 চীনের জন্য কঠিন ব্যাপার ✒


সীমান্ত নিয়ে ভারতের সাথে পাকিস্তানের যেমন দ্বন্দ্ব আছে, তেমনি দ্বন্দ্ব আছে, তেমনি দ্বন্দ্ব আছে চীনের সাথে ভারতের।


এমনকি তাইওয়ানকে চীন যেভাবে নিজের অংশ দাবি করছে, তেমনি ভারতের অরুণাচলকেও চীন নিজের বলে দাবি করছে।


কিন্তু ইউক্রেনের মতো ভারত দুর্বল না।তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যত সহজে ইউক্রেনের উপর হামলা করতে পেরেছেন, প্রেসিডেন্ট জি জিন পিং ততো সহজে ভারতের উপর হামলা করতে পারবেন না।


আরো জটিল বিষয় হচ্ছে যে, একদিকে তাইওয়ান ইস্যুতে ইউএসএর সাথে চীনের দ্বন্দ্ব, আবার অরুণাচল ইস্যুতে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব।তাতে বিষয়টা চীনের জন্য বিরাট জটিল বিষয়ে পরিণত হলো।


এবং ইউএসএ ও রাশিয়ার মাঝে অনেক দেশ থাকার কারণে ইউক্রেন আক্রমণের সময় রাশিয়াকে ইউএসএ সরাসরি প্রতিহত করতে পারেনি।


তাই তাইওয়ানে যদি চীন আক্রমণ করে, তখন ইউএসএ সহজেই চীনকে প্রতিহত করার সুযোগ পাবে।


🌟 প্রেসিডেন্ট জি জিন পিংয়ের বাড়াবাড়ি ✒


তাইওয়ান যুদ্ধ যদি শুরু হয়েই যায়, তাহলে সেটা হবে শুধুমাত্র প্রেসিডেন্ট জি জিন পিংয়ের বাড়াবাড়ির কারণেই।


হ্যাঁ শুধু জি জিন পিংয়ের বাড়াবাড়ির কারণেই।


সারা জীবন ক্ষমতায় থাকার সুযোগ পাবার পরও তিনিকে এখন তাইওয়ান দখল করতে হচ্ছে।


মাও সে তুংয়ের পর জি জিন পিংয়ই চীনের প্রেসিডেন্ট হিসেবে সারা জীবন ক্ষমতায় থাকার সুযোগ পেলেন।


অথচ মাও সে তুং আগ্ৰাসিভাবে সম্পূর্ণ তিব্বত এবং ভারতসহ আরো কিছু দেশের অংশ দখল করে নিয়ে চীনের আয়তন বৃদ্ধি করে ছিলেন।চাইলে তিনি তাইওয়ানও দখল করে নিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেন নি আন্তর্জাতিক রাজনীতির কারণে।


কেননা, শুরুর দিকে মাও সে তুং ছিলেন সোভিয়েত ইউনিয়নের অনুসারী। কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে যথেষ্ট সহযোগিতা না পেয়ে তিনি ইউএসএর অনুসারী হয়েছিলেন।


মূলত এরপর থেকেই মাও সে তুংয়ের ক্ষমতা নিশ্চিত হয় এবং চীনের উন্নতির গতি আরো বৃদ্ধি পেয়েছিল।


কিন্তু চীন বর্তমানে ইউএসএর প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে। বিশেষ করে অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে।


চীনের প্রেসিডেন্ট হয়েও জি জিন পিংয় তুষ্ট হতে পারেন নি।তাই তিনিকে তাইওয়ান দখল করতে হচ্ছে।


আমি এটা কখনই বলছি না যে, আপনার প্রেসিডেন্সি, ক্ষমতা ও সহায়-সম্পত্তি ছেড়ে দেন।এবং অবশেষে শুধু শান্তিটা চান।


বরং আমি বলছি প্রেসিডেন্ট জি জিন পিং তাইওয়ান দখলের আবেগটা ছেড়ে দেন।


হ্যাঁ, প্রেসিডেন্ট জি জিন পিং শুধুমাত্র আবেগের বশবর্তী তাইওয়ান দখল করতে চাচ্ছেন।


তিনির যুক্তির মূল বিষয় হচ্ছে, তাইওয়ান ছিল চীনের অংশ।তাই এখন চীনের সাথে তাইওয়ানকে যুক্ত করতে হবেই।


মূলত জাতীয় চেতনা যখন কোন ব্যক্তির মধ্যে তুঙ্গ অবস্থায় থাকে, তখনই মানুষ এ রকম আবেগের বশবর্তী হন।


এরকম যে কোন বয়সের মানুষের মধ্যেই ঘটতে পারে, তবে এটা দোষের কিছু না।


কিন্তু এই ধরনের আবেগের বশবর্তী হয়ে বিশ্বশান্তি বিনষ্ট করা দোষের।


ছোটবেলায় এরকম আবেগ আমার মধ্যেও ছিল।অনেক আগে আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম, কীভাবে ১৯৪৭ এর আগের বাংলাদেশ গঠন করা যায়?


এমনকি এই ভাবনায় মাঝে মাঝে রাতে আমার ঘুমও হতো না।তবে এখন সেই ভাবনাটা মনের জাগে না।


আমার জীবনে এরকম ঘটেছে তো, তাই প্রেসিডেন্ট জি জিন পিংয়ের বিষয়টা আমি সহজেই বুঝতে পারছি।


তবে প্রেসিডেন্ট জি জিন পিংয়ের ক্ষেত্রে মর্যাদার বিষয়ে পরিণত হয়েছে।


তাইওয়ানের উপর দিয়ে বিমান‌ উড়ানোর কারণে তাইওয়ানের তীব্র প্রতিবাদে প্রেসিডেন্ট জি জিন পিংয়ের মর্ম বেদনা ও আত্মমর্যাদার বিষয়ে পরিণত হয়েছে।


যদিও চীন কর্তৃক তাইওয়ানের উপর দিয়ে বিমান উড়ানোর বিষয়টা ছিল অনেকটা র‍্যাগিংয়ের মতো ব্যাপার।


আর তাতে ইউএসএর প্রতিবাদের কারণে জি জিন পিংয়ের আত্মমর্যাদায় আরো আঘাত লেগেছে।তাই বলা হচ্ছে, ইউএসএ যাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।


কিন্তু সাম্প্রতিক তাইওয়ানের চতুর্দিকে হয়ে গেল চীনের সফল সামরিক মহড়া। অর্থাৎ সফল র‍্যাগিং।


এবার চীনের এই মহড়ার পর ইউএসএ অনেকটা ডিফেন্সিভ ভূমিকা পালন করেছে।


তাই বলা যায়, সারা জীবন ক্ষমতায় থাকার সুযোগ, তাইওয়ান ঘিরে সফল সামরিক মহড়া আর ইউএসএর ডিফেন্সিভ আচরণ- সকল কিছু মিলিয়ে প্রেসিডেন্ট জি জিন পিংয়ের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

তাহলে তাইওয়ান দখল করার তো কোন দরকার থাকতে পারেনা।


হ্যাঁ, এগুলো হচ্ছে আমার তাত্ত্বিক আলোচনা, কিন্তু বাস্তবে প্রেসিডেন্ট জি জিন পিং কী করেন?সেটাই হচ্ছে দেখার বিষয়।




🌟 পূর্ব ও দক্ষিণ এশিয়ায় ইউএসএর ক্ষমতার অস্তিত্ত্বের লড়াই ✒


হতবাক করার মতো ব্যাপার হলেও সত্য যে, তাইওয়ান যুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ায় ইউএসএর ক্ষমতার অস্তিত্ত্ব হুমকির সম্মুখীন হবে‌।


তাইওয়ান যুদ্ধের কারণে ইউএসএর সার্বভৌম অস্তিত্ত্বের কিছুই হবে না।


কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ইউএসএর প্রভাব-প্রতিপত্তির যে ধারণা বিরাজ করছে, সেটা তাইওয়ান যুদ্ধের কারণে থাকবে না।যদি তাইওয়ানকে চীনের কবল থেকে ইউএসএ রক্ষা করতে না পারে।


এটা তো হচ্ছে প্রভাব – প্রতিপত্তির ব্যাপার, কিন্তু তাতে ইউএসএর বাণিজ্যও ব্যাপকভাবে প্রভাবিত হবে।


বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ইউএসএ সম্পর্কে যে ভয় ও উচ্চ ধারণা আছে, সেটা থাকবে না।


তেমন:- নির্বাচনের আগে দক্ষিণ এশিয়ার কিছু দেশের বিরোধী দলের লোকেরা মনে করেন যে, ইউএসএর হস্তক্ষেপের মধ্যমে হয়তো তিনিরা ক্ষমতায় যেতে পারবেন।


কিন্তু তাইওয়ান যুদ্ধ যদি শুরু হয়েই যায়, আর তাতে ইউএসএ ব্যর্থ হয়, তাহলে ইউএসএ সম্পর্কে মানুষের ওই উচ্চ ধারণা থাকবে না।


এভাবেই তাইওয়ান যুদ্ধে ইউএসএর ক্ষমতার অস্তিত্ত্ব হুমকির সম্মুখীন হবে।


এবং এই বিষয়টা পুরো বিশ্বেই ইউএসএ-কে প্রভাবিত করবে।


তাই দক্ষিণ এশিয়ায় ইউএসএর ক্ষমতার অস্তিত্ত্ব রক্ষার জন্য তাইওয়ান যুদ্ধ জিততেই হবে।


🌟 বাংলাদেশের ভূমিকা ✒


তাইওয়ান ইস্যুতে চীন-ইউএসএর যুদ্ধে বাংলাদেশের তেমন কোন ভূমিকা থাকবে না।


কেননা, বাংলাদেশ হচ্ছে খাতক দেশ। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি চীন ও ইউএসএর উপর প্রায় সমানভাবে নির্ভরশীল।


বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু চীন-তাইওয়ান যুদ্ধে ভূমিকা রাখার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি।


🌟 খাতক দেশের নাগরিক ✒


আমি হলাম খাতক দেশের নাগরিক।


জীবিকার তাগিদে বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত মানুষ হিসেবে আমাকেও কাজ করতে হয়।


বাংলাদেশ যেমন খাতক দেশ, তেমনি আমিও তেমনি নাগরিক।


আমি যে এন্ড্রয়েড ফোনের মাধ্যমে লিখছি, সেটা চীনের তৈরি Oppo মোবাইল।


কিন্তু ইউজ করি ইউএসএর প্রোডাক্ট।তেমন:- গুগল, ক্রোম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি।


তাই বাংলাদেশের মতো আমারও চীন-তাইওয়ান যুদ্ধে কোন ভূমিকা নাই।


আর আমার এই লেখা হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার অংশ।


🌟 খেলার সুযোগ নাই ✒


তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে খেলার সুযোগ ইউএসএর নাই।


কেননা, চীনের বিপরীতে তাইওয়ান অতিশয় ক্ষুদ্র একটা দ্বীপদেশ।


তাইওয়ানের সাথে চীন যুদ্ধে জড়ালে ইউএসএ খেলা শুরুর আগেই তাইওয়ানকে চীন দখল করে নেবে।


ফলে ইউএসএ কোন ধরণের রাজনৈতিক খেলার সুযোগ পাবে না https://parg.co/Ur1c ( http://ow.ly/KfeA104rxPC )।


🌟 প্রভাব পড়বে পুরো দুনিয়ায় ✒


তাইওয়ান ইস্যুতে ইউএসএর বিরুদ্ধে চীন জড়িত হোক, এটা কখনই কাম্য হতে পারে না।


কিন্তু যদি লেগেই রায়, তাহলে এর প্রভাব জ্বালানি খাতে না পড়লেও প্রযুক্তিতে অবশ্যই পড়বে।


তাই প্রযুক্তি নির্ভর কৃষি, শিল্প ও বাণিজ্যেও এর প্রভাব পড়বে।


একদিকে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি।


অন্যদিকে যদি তাইওয়ান যুদ্ধের কারণে প্রযুক্তি খাতে সমস্যা তৈরি হয়, তাহলে বিশ্বজুড়ে দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে।


🌟 ইউএসএ-কে লড়তে হবে সম্মুখ সমরে ✒


ইউক্রেন যুদ্ধের মতো শুধু আশ্বাস, প্রতিশ্রুতি ও সাহস দেয়ার মতো কাজ করে তাইওয়ান যুদ্ধে ইউএসএ সুবিধা করতে পারবে না।


তাইওয়ান ইস্যুতে বিজয়ী হতে হলে সরাসরি সম্মুখ সমরে এসে যুদ্ধ করতে হবে।


কেননা, ইউএসএ এরকম করতে না পারলে তাইওয়ানকে চিন একদিন এমনকি একঘণ্টায় দখল করে নিতে পারে।



🌟 চীনের মিত্ররা ✒


তাইওয়ান ইস্যুতে যদি শুরু হয়ে যায়, তাহলে চিনের তেমন উল্লেখযোগ্য কোন মিত্রদেশ থাকবে না।


এমনকি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার অন্যান্য দেশও চীনের পক্ষ নেবে না।


আর যদি রাশিয়া, উত্তর কোরিয়া ও আরো কিছু দেশ চীনের পক্ষ নেয়, তাহলে হয়তো সামরিক শক্তি ও সৈন্য দিয়ে সহযোগিতা করবে না।


অর্থাৎ, তাইওয়ান যুদ্ধের কারণে চীন বহির্বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে পারে।



🌟 ইউএসএর মিত্ররা ✒


চিনের অঞ্চলে চিনের চেয়ে বেশি মিত্রদেশ ইউএসএ পাবে।


অলরেডি চীনের বিপক্ষে ও ইউএসএর পক্ষে জাপান অবস্থান নিয়ে নিয়েছে।


পরবর্তীতে ইউএসএর পক্ষে দক্ষিণ কোরিয়া যে অবস্থান নেবে, সেটাও প্রায় নিশ্চিত।



🌟 অন্যান্য দেশের নীরবতা ✒


 ভিয়েতনাম, কম্বোডিয়া প্রভৃতি দেশ চীনের পক্ষ না নেয়ার সম্ভাবনাই বেশি।


অতীতে কমিউনিজমের সোনালি যুগে ইউএসএর বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ করে সুবিধা করতে পেরেছিল।


কিন্তু বর্তমানে কমিউনিজমের সেই সোনালি যুগ এখন নাই।


তাই চীনের পক্ষ নিয়ে ইউএসএর শত্রুতে পরিণত হওয়ার ঝুঁকি হয়তো ভিয়েতনাম নেবে না।


আর কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই প্রভৃতি দেশ যে নিরপেক্ষ থাকবে, সেটা প্রায় নিশ্চিত।


এমনকি এদের অনেকেই ইউএসএর পক্ষ নেবে।এমনকি অস্ট্রেলিয়াও ইউএসএর পক্ষ নেবে।


🌟 নিরাপদ যুদ্ধক্ষেত্র ✒


চীন-তাইওয়ান ও ইউএসএর মাঝে শুধুই প্রশান্ত মহাসাগর।


তাই যুদ্ধ যদি লেগেই রায়, তাহলে প্রশান্ত মহাসাগরই যুদ্ধক্ষেত্র হওয়া ভালো।


কেননা, তাইওয়ান দখল করতে চীনের মাত্র একদিন লাগবে।


এই কারণে, তাইওয়ানকে চীন দখল করার আগেই ইউএসএ-কে চেষ্টা করতে হবে তাইওয়ানে শক্তিশালী সামরিক ঘাঁটি স্থাপন করার।


হ্যাঁ, এটা যদি ইউএসএ করতে চায়, তাহলে চীন অবশ্যই ইউএসএ-কে প্রতিহত করার চেষ্টা করবে।আর প্রতিহত করতে হবে প্রশান্ত মহাসাগরেই।


এতে যত ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার, সেটা প্রশান্ত মহাসাগরেই হবে।


সরাসরি কোন দেশ ক্ষতিগ্ৰস্থ হবে না।এমনকি চীন, তাইওয়ান ও ইউএসএর সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলেও সরাসরি দেশের ক্ষতি হবে না।


কিন্তু কখনই একে অপরকে পারমাণবিক হামলা করবে না।


যুদ্ধ লেগে গেলেও এভাবেই বিশ্বশান্তি সুরক্ষিত থাকবে।


🌟 শান্তি আলোচনা ✒


তাইওয়ান ইস্যুতে শান্তি আলোচনা অবশ্যই প্রয়োজন।


ইউক্রেন যুদ্ধ আর করোনা ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল অবস্থায়।


করোনা ভাইরাসের প্রকোপ কমলেও করোনা ভাইরাসের প্রভাব কমেনি।


 এরই মধ্যে শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। বিষয়টা আরো জটিলে পরিণত হয়েছে।এখন যদি তাইওয়ান যুদ্ধ হয়, তাহলে এর প্রভাব হবে আরো বেশি।


 ফলে সারা বিশ্বের অবস্থা আরো মন্দের দিকে অগ্রসর হবে। তাই সকল বিষয় বিবেচনা করেই চীন, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিদের উচিত শান্তি আলোচনায় অংশগ্রহণ করার।যাতে তাইওয়ান ইস্যুতে যুদ্ধ না হয়।


তাইওয়ান যুদ্ধ না হওয়ার জন্য শুধুমাত্র প্রেসিডেন্ট জি জিন পিংয়ের বাড়াবাড়ি ত্যাগ করাই যথেষ্ট।


 এখন সেটাই দেখার বিষয়, বিশ্ব রাজনীতি কতটুকু পারে প্রেসিডেন্ট জি জিন পিংকে বাড়াবাড়ি থেকে বিরক্ত রাখতে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman