513) Losses of militancy. (জঙ্গিবাদের লোকসান।) - Written by Junayed Ashrafur Rahman

 513) Losses of militancy. (জঙ্গিবাদের লোকসান।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 



 "Involvement in militancy leads to nothing but losses."


#History #Politics #Wisdom #Militancy #Humanity #Welfare 


 Militancy is a deviant system that seeks to seize power through murder, loss and unrest, ignoring conventional democratic politics.


 And misinterprets the Qur'an and Hadith to legitimize their misdeeds.


 They want to believe that if they die, they will go straight to heaven and have great success on earth.


 So the misguided ones destroy everything by themselves.


 But in return they are sentenced to arrest, jail, encounter and even death in the world.


 So those who want to operate the state should do politics in the conventional democratic way.


 But militancy spreads unrest and causes losses, but others also gain political advantage through it.


 In other words, those who commit militant misdeeds, even if they die, are robbed of political benefits by the other side.


 For example: - Militants bombed somewhere and injured and killed many. Then some benefactors went and told the people, "Give us money, we will avenge this attack through politics."


 Saying this, they took money. The militants, on the other hand, died in the encounter. But the fraudsters took money from the common people. - It could happen.


 Today is 16 August 2021. On this day in the year 2005 https://parg.co/btn9 , a bomb attack was carried out all over Bangladesh under the leadership of Old Teacher https://parg.co/buaM and Bangla Bhai https://parg.co/bRAw .


 Dear Readers, never cooperate or support militancy by giving yourself a chance to take advantage of others. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"জঙ্গিবাদের সঙ্গে জড়িত হলে লোকসান ছাড়া কিছুই হয়না।"


জঙ্গিবাদ এমন একটা বিপথগামী পদ্ধতি, যে পদ্ধতি প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিকে উপেক্ষা করে খুন, ক্ষতি আর অশান্তির মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।


আর ওদের অপকর্মকে বৈধতা দেয়ার জন্য ক্বোরান ও হাদিসের অপব্যাখ্যা করে।


ওরা এটা বিশ্বাস করাতে চায়, ওদের কথামত মরলে সরাসরি স্বর্গে গমন করবে এবং পৃথিবীতে বিরাট সাফল্য পাবে।


তাই ওদের দ্বারা বিপথগামীরা নিজেদের সকল কিছু উজাড় করে দেয়।


কিন্তু বিনিময়ে পৃথিবীতে গ্রেফতার, জেল, এনকাউন্টার এমনকি মৃত্যুদণ্ডেও ওরা দণ্ডিত হয়।


তাই যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের উচিৎ প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার।


কিন্তু জঙ্গিবাদের মাধ্যমে অশান্তি ছড়িয়ে লোকসান হলেও এর মাধ্যমে অন্যরা ঠিকই রাজনৈতিক ফায়দা লুটে নেয়।


অর্থাৎ, যারা জঙ্গিবাদী অপকর্ম করে, ওরা মরলেও রাজনৈতিক ফায়দা লুটে নেয় অন্যপক্ষ।


যেমন :- জঙ্গিবাদীরা কোথাও বোমা হামলা করে অনেককে আহত ও নিহত করল। তখন কিছু ফায়দাবাজ গিয়ে জনগণকে বুঝাল, " আমাদেরকে টাকা - পয়সা দেন, আমরা রাজনীতি করে এই হামলার প্রতিশোধ নেব। "


এই কথা বলে টাকা - পয়সা নিয়ে নিল। অন্যদিকে জঙ্গিবাদীরা এনকাউন্টারে মরল। কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে প্রতারকরা ঠিকই টাকা - পয়সা নিয়ে নিল। - এমনটাও হতে পারে।


আজ ১৭ আগস্ট ২০২১। ২০০৫ সালের এই দিনে https://parg.co/btn9 বুড়া হজুর https://parg.co/buaM আর বাংলা ভাইয়ের https://parg.co/bRAw নেতৃত্বে সারা বাংলাদেশে বোমা হামলা করে আতঙ্ক ছড়ানো হয়েছিল।


প্রিয় পাঠক - পাঠিকা, কখনই জঙ্গিবাদে সহযোগিতা অথবা সমর্থন করে নিজে লোকসানের শিকার হয়ে অন্যপক্ষকে ফায়দা লুটার সুযোগ করে দিবেননা। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒