511) Those who benefited after the assassination of Bangabandhu. (বঙ্গবন্ধুর হত্যার পর লাভবান যারা।) - Written by Junayed Ashrafur Rahman

 511 https://parg.co/bMbz ) Those who benefited after the assassination of Bangabandhu. (বঙ্গবন্ধুর হত্যার পর লাভবান যারা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


"Although Bangabandhu was assassinated directly under the leadership of Colonel Farooq, Major Rashid and Dalim, but General Zia, General Ershad and their followers benefited." 


#History #Politics #MilitaryRevolt #Bangladesh 



🌟 Direct murder ✒ 


Among those who were present at the massacre were Colonel Farooq, Major Rashid and Dalim.


They came to Bangabandhu's house from the cantonment with others and carried out the murder.


🌟 After the murder ✒ 


But even though they carried out the killings directly, they could not retain power later.


Rather, they were the ones who put Khandaker Mushtaq in power.


Later, General Khaled seized power.


🌟 General Zia in power ✒ 


Another uprising led by Colonel Taher and Major Jalil led General Zia to power.


🌟 General Ershad is in power ✒ 


When General Zia was president, his most loyal army chief was General Ershad.


But after the assassination of President Zia in Chittagong, General Ershad came to power.


🌟 Beneficial followers ✒ 


When General Zia was in power, his loyal army officers and BNP-affiliated politicians benefited. Among them are General Ershad, Mir Shawkat Ali, General Mahbub, Saka Chowdhury, Barrister Moudud.


And after the assassination of President Zia, many new leaders, including Barrister Moudud and Saka Chowdhury, who joined the Jatiya Party from the BNP, benefited.


Originally, General Zia came to power after the removal of Colonel Farooq, Major Rashid and Dalim by General Khaled, and after the assassination of President Zia, General Ershad seized power and took advantage of it.


✨ In other words, Bangabandhu was assassinated by Colonel Farooq, Major Rashid and Dalim, but General Zia and General Ershad benefited. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


🌟 বঙ্গবন্ধুর হত্যার পর লাভবান যারা ✒ 


"সরাসরি কর্নেল ফারুক, মেজর রশিদ ও ডালিমের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও লাভবান হয়েছিলেন জেনারেল জিয়া, জেনারেল এরশাদ আর তিনিদের অনুসারীরা।" 



🌟 সরাসরি হত্যাকাণ্ড ✒ 


যারা সেই হত্যাকাণ্ডে নিজে উপস্থিত ছিল, ওদের মধ্যে কর্নেল ফারুক, মেজর রশিদ আর ডালিম ছিল প্রধান।


ওরাই অন্যদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গবন্ধুর বাড়িতে এসে ঐ হত্যাকাণ্ড ঘটিয়েছিল।


🌟 হত্যাকাণ্ডের পর ✒ 


কিন্তু ঐ হত্যাকাণ্ড সরাসরি ওরা ঘটালেও পরে ক্ষমতা ধরে রাখতে পারেনি।


বরং ওরাই খন্দকার মোশতাককে ক্ষমতায় বসিয়ে ছিল।


আরো পরে জেনারেল খালেদ ক্ষমতা দখল করে।


🌟 ক্ষমতায় জেনারেল জিয়া ✒ 


কর্নেল তাহের আর মেজর জলিলের নেতৃত্বে আরেকটা বিদ্রোহ ঘটিয়ে জেনারেল জিয়াকে ক্ষমতায় সংযোজন করা হয়েছিল।


🌟 ক্ষমতায় জেনারেল এরশাদ ✒ 


জেনারেল জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনির অত্যন্ত বিশ্বস্ত সেনাপ্রধান ছিলেন জেনারেল এরশাদ।


কিন্তু চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন।


🌟 লাভবান অনুসারী ✒ 


জেনারেল জিয়া ক্ষমতায় থাকার সময় তিনির অনুগত সেনা অফিসাররা এবং বিএনপির সঙ্গে যুক্ত রাজনীতিকরা লাভবান হয়েছিলেন। তিনিদের মধ্যে জেনারেল এরশাদ, মীর শওকত আলী, জেনারেল মাহবুব, সাকা চৌধুরী, ব্যারিস্টার মওদুদ অন্যতম। 


এবং প্রেসিডেন্ট জিয়ার হত্যার পর বিএনপি থেকে জাতীয় পার্টিতে আগত ব্যারিস্টার মওদুদ আর সাকা চৌধুরীর মত নেতাসহ আরো অনেক নতুন নেতা লাভবান হয়েছিলেন। 


মূলতঃ কর্নেল ফারুক, মেজর রশিদ ও ডালিমকে জেনারেল খালেদ কর্তৃক সরানোর পর জেনারেল জিয়া ঘটনাচক্রে ক্ষমতা পেয়েছিলেন আর প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে সুবিধা ভোগ করে লাভবান হয়েছিলেন।


✨ অর্থাৎ, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কর্নেল ফারুক, মেজর রশিদ ও ডালিম আর লাভবান হয়েছিলেন জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒