499) Patience in politics. (রাজনীতির ধৈর্য্য।) - Written by Junayed Ashrafur Rahman ✒

499 https://parg.co/bCDM ) Patience in politics. (রাজনীতির ধৈর্য্য ।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva

"The patience of politics is more deadly than the patience of others."

#Politics #Wisdom #Humanity #Psychology #Welfare 

Patience is a special quality of the human mind. The results are in real life.

Patience has been encouraged in the scriptures and writings of scholars.

However, there is more or less patience in various matters.

Patience in danger, patience in oppression, patience in reading and writing, etc.

But patience is deadly in politics.

Because there is no guarantee that you will go to power only if you do politics.

Just as reading and writing is sure to establish itself in any field.

If you shop, there is a guarantee of more or less sales.

But politics has to wait indefinitely for power.

 And the patience required for this wait.

But that patience has to be deadly.

Because, first of all, you have to be active against the rival and competing teams.

Second, you have to compete internally to get a position within your own team.

Third, there is no set time frame for when the party will take power.

So the patience of politics is more deadly than other patience. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"অন্যান্য ধৈর্য্যের চেয়ে রাজনীতির ধৈর্য্য বেশি মারাত্মক হয়।"

ধৈর্য্য হচ্ছে মানুষের মনের একটা বিশেষ গুণ। এর ফলাফল বাস্তব জীবনেও হয়।

ধর্মগ্রন্থ ও জ্ঞানীদের লেখাতে ধৈর্য্য ধারণের অনেক উৎসাহ প্রদান করা হয়েছে। 

তবে বিভিন্ন বিষয়েও ধৈর্য্যের কম - বেশি হয়।

বিপদে ধৈর্য্য ধারণ, অত্যাচারে ধৈর্য্য ধারণ, লেখা - পড়ায় ধৈর্য্য ধারণ প্রভৃতি।

কিন্তু রাজনীতিতে ধৈর্য্য ধারণ অনেকটা মারাত্মক।

কেননা কোন নিশ্চয়তা নাই যে, রাজনীতি করলেই ক্ষমতায় যাওয়া হবে।

যেমনটা লেখা - পড়া করলেই যে কোন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা থাকে।

দোকান দিলে কম - বেশি বিক্রির নিশ্চয়তা থাকে। 

কিন্তু রাজনীতি করে ক্ষমতার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হয়।

 আর এই অপেক্ষার জন্য প্রয়োজন ধৈর্য্য ধারণ।

তবে সেই ধৈর্য্য ধারণটা হতে হয় মারাত্মক।

কেননা, প্রথমতঃ প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী দলগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকতে হয়।

দ্বিতীয়তঃ নিজের দলের মধ্যে পজিশন নেয়ার জন্য অভ্যন্তরীণ প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। 

তৃতীয়তঃ দল কখন ক্ষমতা পাবে এর কোন নির্দিষ্ট সময়সীমা থাকেনা। 

তাই অন্যান্য ধৈর্য্যের চেয়ে রাজনীতির ধৈর্য্য মারাত্মক হয়।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman