497) Party matters. (দলীয় ব্যাপার।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 497 https://parg.co/bCDM ) Party matters. (দলীয় ব্যাপার।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bfva


"Party matters are a matter for the people of the party concerned, not for the general public."


#Politics #Party #Wisdom 


Small party or big party, each party has its own issues.


Leadership, power, money sharing, popularity, etc. are important issues for any party.


Each party has to manage these issues to run the team.


Again, these issues can be complicated and problematic for any party.


These complications are a matter for the people concerned, not for the civil people.


 As a citizen of the country, every person can express his independent views on politics and running the state.


But if you are not a member of any party, there is no need to be busy with the internal affairs of that party.


Because, first of all, the people of the party as outsiders will not accept it.


Secondly, if you interfere in the internal affairs of a party without being a member of that party, there is a high possibility of animosity.


Thirdly, there is no benefit in being busy with the internal affairs of a party without being a member.


Rather than that, who has done and is doing in politics and running the country? It is good to discuss that.


Because, all the people of the party will benefit from it. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"দলীয় ব্যাপার সংশ্লিষ্ট দলের ব্যক্তিদের বিষয়, সাধারণ জনগণের কোন বিষয় না।"


ছোট দল অথবা বড় দল, প্রত্যেক দলেরই নিজস্ব কিছু ব্যাপার থাকে।


নেতৃত্ব, ক্ষমতা, টাকা - পয়সার ভাগাভাগি, জনপ্রিয়তা প্রভৃতি যে কোন দলের গুরুত্বপূর্ণ বিষয়। 


দল চালাতে এই বিষয়গুলো প্রত্যেক দলকেই ম্যানেজ করতে হয়। 


আবার এই বিষয়গুলো নিয়ে যে কোন দলেই জটিলতা ও সমস্যা হতে পারে।


এই জটিলতাগুলো সংশ্লিষ্ট দলের ব্যক্তিদের বিষয়, সাধারণ জনগণের বিষয় না।


 দেশের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নিজের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন।


কিন্তু কোন দলের সদস্য না হলে সেই দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ব্যস্ত হওয়ার কোন দরকারই নাই।


কেননা, প্রথমতঃ বহিরাগত হিসেবে দলের ব্যক্তিরা সেটা মেনে নিবেন না।


দ্বিতীয়তঃ কোন দলের সদস্য না হয়ে সেই দলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে বেশি।


তৃতীয়তঃ কোন দলের সদস্য না হয়ে সেই দলের অভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত হলে কোন লাভও নাই।


এর চেয়ে বরং রাজনীতিতে ও দেশ পরিচালনায় কে কেমন করেছেন এবং করছেন? সেই বিষয়ে আলোচনা করা ভালো।


কেননা, এতে সকল দলের ব্যক্তিরাই উপকৃত হবেন। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman