475) The attraction of politics. (রাজনীতির আকর্ষণ।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 475 https://parg.co/bCDM ) The attraction of politics. (রাজনীতির আকর্ষণ।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


"Almost all types of people are more or less attracted to politics, directly and indirectly."


#Politics #Wisdom #Humor #Humanity #Welfare 


Politics is the process of governing the country and the government.


But all kinds of people in every country are attracted to politics.


Almost all types of people including educated, uneducated, industrialists, workers, students, farmers are attracted to politics.


Some do politics directly by chance, while others do not do politics because of their condition.


Even a person who is preoccupied with religious activities may at one time be involved in politics out of greed for power or because of persuasion or circumstances. This can be applied to a person of any religion.


🌟 My (Junayed Ashrafur Rahman) such attraction towards politics ✒ 


I am a person of an apolitical family. None of my father, grandfather was involved in politics. Arguably, their situation was similar to that of upper and middle class families in twentieth century villages.


So I never had any tendency or desire to get involved in politics as a family.


But from a young age, I studied various subjects as well as politics.


That is why I have an awareness about politics.


So I write about politics, law, justice, society, etc., among other things.


But I do not have the tendency to do party politics. Because as a citizen of the country I am quite good.


However, I write about politics for the benefit of the people and politicians of the present and the future. That's why I have to be attracted to politics.


My attraction to politics is so much, not more. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


"রাজনীতির প্রতি প্রায় সকল ধরনের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কম - বেশি আকৃষ্ট।"


দেশ ও গভমেন্ট পরিচালনার প্রক্রিয়া হচ্ছে রাজনীতি। 


কিন্তু প্রত্যেক দেশের সকল ধরনের মানুষ রাজনীতির প্রতি আকৃষ্ট হন। 


শিক্ষিত, অশিক্ষিত, শিল্পপতি, শ্রমিক, ছাত্র, কৃষকসহ প্রায় সকল ধরনের মানুষ রাজনীতির প্রতি আকৃষ্ট। 


কেউ সুযোগের মাধ্যমে সরাসরি রাজনীতি করেন, আবার কেউ নিজের অবস্থার কারণে রাজনীতি করেন না। 


এমনকি যে ব্যক্তি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তিনিও এক সময় ক্ষমতার লোভে অথবা মানুষের প্ররোচনায় অথবা অবস্থার কারণে রাজনীতিতে জড়িত হন। এমনটা যে কোন ধর্মের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। 


🌟 রাজনীতির প্রতি আমার (জুনায়েদ আশরাফুর রহমান) যেমন আকর্ষণ ✒ 


আমি একটা অরাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা, দাদা কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বলা যায়, তিনিদের অবস্থা বিংশ শতাব্দীর গ্রামের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের মতোই ছিল। 


তাই পারিবারিকভাবে রাজনীতিতে জড়ানোর কোন প্রবণতা অথবা তাগাদা আমার কখনই ছিল না। 


কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাজনীতির ব্যাপারেও আমি পড়াশোনা করতাম। 


একারণেই আমার মধ্যে রাজনীতি বিষয়ে সচেতনতা আছে। 


তাই অন্যান্য বিষয়ের পাশাপাশি রাজনীতি, আইন, বিচার, সামাজ প্রভৃতি বিষয়েও আমি লিখি। 


কিন্তু দলীয়ভাবে রাজনীতি করার প্রবণতা আমার নাই। কেননা দেশের নাগরিক হিসেবে আমি বেশ ভালোই আছি। 


তবে, বর্তমান ও ভবিষ্যতের জনগণ ও রাজনীতিকদের কল্যাণের জন্য রাজনীতি বিষয়ে লিখি। তাই একারণেও আমাকে রাজনীতির প্রতি আকৃষ্ট হতে হয়। 


রাজনীতির প্রতি আমার আকর্ষণ এতটুকুই, এর বেশি না। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒