440) Mafia and militant terrorists' illegal connection and betraying. (মাফিয়া ও জঙ্গি সন্ত্রাসীদের আঁতাত ও গাদ্দারি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 440 https://parg.co/bOIX ) Mafia and militant terrorists' illegal connection and betraying. (মাফিয়া ও জঙ্গি সন্ত্রাসীদের আঁতাত ও গাদ্দারি।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


 "Mafia and militant terrorists are different, but the militant terrorists may be used by the mafias for their inferior work and mafias can betray at the end of the work." 

#Law #Wisdom #Criminology #Society #Humanity #Welfare   

🌟 Illegal connection ✒ 


Mafia chiefly criminally plundered by crime. Like a lot, do not touch the fish. Even when a large benefit is needed, the militants used by the mafia for their own work. 


Dawood Ibrahim took the help of Usama bin Laden to attack the horrific bombs in Mumbai in India. 


Again for example it may be, for removing owners of elite area mafias may use militant terrorists to make violence. As if owners become panicky and will sell their properties to mafias at a cheaper price. 


 Then the mafias killed some people in the place by the militant terrorists, so that the owners were scared and removed and sold at the price of the names. 


For this aim, Mafia can use militants. 


🌟 Betraying ✒ 


Those who commit crimes against Mafia, they also leave them after the work, as if the shoes are old. Even after the work, the law forces do not hesitate to mourn the militant terrorists. 


For example, some militant terrorists killed some people for Mafia. Then the militant terrorists call or asked for exchange or rescue from the Mafias in some other way. Then the militants did not exchange the Mafia without exchange or rescue the law forces, or trafficked information to the law forces - this can also be betrayed. © All Right Reserved Junayed Ashrafur Rahman 


"মাফিয়া ও জঙ্গি সন্ত্রাসীদের লক্ষ্য ও উদ্দেশ্য আলাদা হলেও জঙ্গি সন্ত্রাসীদেরকে মাফিয়ারা নিজেদের নিকৃষ্ট কাজে ইউজ এবং কাজের শেষে গাদ্দারি করতে পারে।"


🌟 আঁতাত ✒ 


মাফিয়ারা প্রধানত অন্যকে দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটে নেয়। অনেকটা, ধরি মাছ না ছুঁই পানি - র মতো।


এমনকি, যখন বিরাট কোন ফায়দা লুটার প্রয়োজন হয়, তখন জঙ্গিদেরকে মাফিয়ারা নিজেদের কাজে ইউজ করে। 


ভারতের মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলা করতে উসামা বিন লাদেনের সহযোগিতা নিয়েছিলো দাউদ ইব্রাহিম। 


আবার যেমন : এমনও হতে পারে, কোন অভিজাত এলাকার বাসিন্দাদেরকে তাড়িয়ে দিয়ে মাফিয়ারা নাম মাত্র মূল্যে সেই বাসিন্দাদের বাড়ি - জমি নিয়ে নিতে চায়। 


তখন জঙ্গি সন্ত্রাসীদের দিয়ে সেই স্থানে মাফিয়ারা মানুষ খুন করিয়ে আতঙ্ক ছড়ালো, যেন বাসিন্দারা আতঙ্কিত হয়ে নাম মাত্র মূল্যে বাড়ি - জমি বিক্রি করে চলে যায়। 


এই উদ্দেশ্যে মাফিয়ারা জঙ্গিদেরকে ইউজ করতে পারে। 



🌟 গাদ্দারি ✒ 


মাফিয়াদের হয়ে যারা অপরাধ করে, কাজের শেষে তাদেরকেও ওরা ত্যাগ করে, যেমনটা জুতো পুরাতন হলে মানুষে ফেলে দেয়। এমনকি কাজের শেষে আইন বাহিনীর হাতে জঙ্গি সন্ত্রাসীদেরকে মাফিয়ারা ধরিয়ে দিতেও দ্বিধা করে না।


যেমন : মাফিয়াদের হয়ে কতিপয় জঙ্গি সন্ত্রাসী কিছু মানুষকে খুন করলো। তখন জঙ্গি সন্ত্রাসীরা ফোন করে অথবা অন্য কোন উপায়ে মাফিয়াদের থেকে বিনিময় চাইলো অথবা উদ্ধার করতে বলল। তখন জঙ্গিদেরকে মাফিয়ারা বিনিময় না দিয়ে অথবা উদ্ধার না করে আইন বাহিনীর হাতে ধরিয়ে দিলো অথবা আইন বাহিনীর কাছে তথ্য পাচার করে দিলো - এভাবেও গাদ্দারি করতে পারে। © All Right Reserved Junayed Ashrafur Rahman 



Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman