420) Relatives of the head of government. (সরকার প্রধানের আত্মীয়।) - Written by Junayed Ashrafur Rahman

 420 https://parg.co/bOIX ) Relatives of the head of government. (সরকার প্রধানের আত্মীয়।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️


 "It is not a crime to be a relative of the head of government, but it is a big crime to do injustice to the identity of any powerful person."


#Politics #Wisdom #Humanity #Sociology #Law   


 🌟 Extension of kinship ✒️ 


 The head of government or the head of state and all other people are bound by kinship.


 So when any person is in power, there are relatives in the public.


 🌟 Matters of kinship ✒️


 Willingly or unwillingly, all individuals are bound by kinship.


 But all individuals maintain the relationship of their choice. That means less with someone and more with someone. It is a matter for the person concerned.


 Similarly, the heads of government are also connected about kinship.


 🌟 Identity of kinship relationship ✒️ 


 If the head of government has a kinship relationship with someone, he can identify, it is never a fault or a crime.


 🌟 Abuse of kinship relationship ✒️ 


 Kinship relationships are also abused, much like abuse of power.


 If a person in power or the head of government commits wrongdoing by identifying himself as a relative, he is accused of a crime without the knowledge of the person concerned.


 So it is a crime like abuse of power.


 🌟 Kinship of powerful people of different countries ✒️ 


 In different countries, the kinship identity of the powerful is not given much.


 Except for the wives and children of all American presidents, relatives are not identified.


 Not so in Europe, Russia, the Middle East, India, China and other countries.


 🌟 Identity of kinship of the powerful in Bangladesh ✒️ 


 The way the Prime Minister, the President and even the MPs and ministers are introduced in Bangladesh is probably not given in any other country in the world. But it's not something to blame.



 🌟 Five-faced identity ✒️ 


 Some people in Bangladesh, when the government comes to power, walk around with the identity of their relatives.


 When the BNP formed the government, they said, Lutfuzzaman is their maternal cousin. When the Awami League formed the government again, they said, Syed Ashraf is paternal cousin.


 ✨ But no one will ever commit an unjust crime with such an identity, that is the wish of the people like us. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 


"সরকার প্রধানের আত্মীয় হওয়া দোষের কিছু না, কিন্তু যে কোন ক্ষমতাবান ব্যক্তির পরিচয় দিয়ে অন্যায় করা বড় ধরনের অপরাধ।"


🌟 আত্মীয়তার ব্যাপকতা ✒️


সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য সকল মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। 


তাই যে কোন ব্যক্তি ক্ষমতাবান হলে জনসাধারণের মধ্যে আত্মীয় থাকে। 


🌟 আত্মীয়তার বন্ধনের বিষয় ✒️ 


ইচ্ছায় অথবা অনিচ্ছায় সকল ব্যক্তি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। 


কিন্তু সকল ব্যক্তি নিজেদের পছন্দমতো সম্পর্ক বজায় রাখেন। অর্থাৎ কারোর সঙ্গে কম আর কারোর সঙ্গে বেশি। এটা সংশ্লিষ্ট ব্যক্তির নিজের বিষয়। 


তেমনি সরকার প্রধানগণও আত্মীয়তার সম্পর্কে সংযুক্ত আছেন। 


🌟 আত্মীয়তার সম্পর্কের পরিচয় ✒️ 


কারোর সঙ্গে যদি সরকার প্রধানের আত্মীয়তার সম্পর্ক থাকে, তবে তিনি পরিচয় দিতে পারেন, এটা কখনই দোষ অথবা অপরাধ না। 


🌟 আত্মীয়তার সম্পর্কের অপব্যবহার ✒️


আত্মীয়তার সম্পর্কেরও অপব্যবহার হয়, অনেকটা ক্ষমতার অপব্যবহারের মতই। 


কোন ক্ষমতাবান অথবা সরকার প্রধানের আত্মীয়তার পরিচয় দিয়ে অন্যায় করলে সংশ্লিষ্ট ক্ষমতাবানের অজান্তেই তিনিকে অপরাধের অপবাদ দেয়া হয়। 


তাই এটা ক্ষমতার অপব্যবহারের মতই একটা অপরাধ। 


🌟 বিভিন্ন দেশের ক্ষমতাবানদের আত্মীয়তা ✒️


বিভিন্ন দেশে ক্ষমতাবানদের আত্মীয়তার পরিচয় তেমন একটা দেয়া হয় না। 


আমেরিকার সকল প্রেসিডেন্টের স্ত্রী ও সন্তান ছাড়া অন্যান্য আত্মীয়ের পরিচয় তেমন দেয়া হয় না। 


তেমনি ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্য, ভারত, চীন ও অন্যান্য রাষ্ট্রেও না। 


🌟 বাংলাদেশের ক্ষমতাবানদের আত্মীয়তার পরিচয় ✒️


বাংলাদেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমনকি এমপি ও মন্ত্রীদের পরিচয় যেভাবে দেয়া হয়, সম্ভবতঃ সেভাবে দুনিয়ার আর কোন দেশে দেয়া হয় না। তবে এটা দোষের কিছু না। 



🌟 পঞ্চমুখী পরিচয় ✒️ 


বাংলাদেশের কিছু মানুষ যখন যে সরকার ক্ষমতায় যায় তখন তাদেরই আত্মীয়তার পরিচয় দিয়ে বেড়ায়। 


বিএনপি সরকার গঠন করলে বলে, লুৎফুজ্জামান বাবর খালাত ভাই। আবার আওয়ামীলীগ সরকার গঠন করলে বলে, সৈয়দ আশরাফ মামাতো ভাই। 


✨ কিন্তু ঐ রকম পরিচয় দিয়ে কেউ কখনো অন্যায় অপরাধ করবেন না, এটাই আমাদের মত জনসাধারণের কামনা। © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 










Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman