418) Mujibnagar Government 1971. (মুজিবনগর সরকার 1971.) - Written by Junayed Ashrafur Rahman

 418 https://parg.co/bOIX ) Mujibnagar Government 1971. (মুজিবনগর সরকার 1971.) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️



 "The formation of the Mujibnagar government was a daring war tactic of the leaders of that time."


#History #Politics #MilitaryTactics 


 🌟 Reasons for formation of Mujibnagar government https://parg.co/bsLI ✒️


 Frightened by the March 7 speech https://parg.co/bCFp , Yahya Khan sat down with Bangabandhu on March 25.


 But Bangabandhu was determined for the people of Bangla.


 So Yahya Khan left Dhaka and went to West Pakistan.


 That night the Pak army started killing.


 This is why the Mujibnagar government was formed.


 🌟 Daring tactic ✒️


 The ammunition of the Mujibnagar government was much less than that of the Pak army.


 So the formation of Mujibnagar government against the Pak army was a deadly act.


 🌟 War tactics ✒️


 The Mujibnagar government was formed in Bhaber Para of Vaidyanathtala in Meherpur https://parg.co/bsLW - a place very close to India.


 So if for some reason the Pak army attacked there, then all persons of the Mujibnagar government could have gone to India safely.


 This was the main war tactic of the Mujibnagar government.


 🌟 Achievement ✒️


 The two main achievements of the Mujibnagar government 🖋️


 1) India's direct cooperation : -


 After the formation of the Mujibnagar government, the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, provided training, arms and other comprehensive assistance to the freedom fighters of Bangladesh.


 2) Achieving independence of Bangladesh : -


 Bangladesh gained independence through the Mujibnagar government.


 🌟 Mujibnagar Government and Khandaker Mushtaq ✒️


 Although Khandaker Mushtaq was involved in the assassination of Bangabandhu, he was the Minister of Foreign Affairs, Law and Parliamentary Affairs in the Mujibnagar government in 1971.


 He later became involved with the killers in 1975.


 🌟 Mujibnagar Government and General Zia ✒️


 After 1975, General (Major in 1971) Zia became the military ruler, formed the BNP and became the President of Bangladesh.


 But in the 1971 war of liberation, General Zia was an army officer loyal to the Mujibnagar government.


 🌟 In fact, Mujibnagar government and independence of Bangladesh is one of the major issues in the history of Bangladesh.


 🌟 On the fiftieth anniversary of independence, we remember all the freedom fighters with respect. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 


"মুজিবনগর সরকার গঠন ছিলো সেই সময়ের নেতাদের দুঃসাহসী রণকৌশল।"


🌟 মুজিবনগর সরকার https://parg.co/bsL1 গঠনের কারণ ✒️


সাতই মার্চের ভাষণে ভয় পেয়ে https://parg.co/bCFp ইয়াহিয়া খান 25 মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনায় বসে।


কিন্তু বঙ্গবন্ধু বাংলার জনতার জন্য ছিলেন দৃঢ় সংকল্পিত।


তাই ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে পশ্চিম পাকিস্তানে চলে যায়।


সেই রাতেই পাক বাহিনী হত্যাকাণ্ড শুরু করে।


এই কারণেই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিলো।


🌟 দুঃসাহস ✒️


পাক বাহিনীর তুলনায় মুজিবনগর সরকারের গোলা - বারুদ ছিলো অত্যন্ত কম।


তাই পাক বাহিনীর বিরুদ্ধে মুজিবনগর সরকার গঠন ছিলো মারাত্মক দুঃসাহসী কাজ।


🌟 রণকৌশল ✒️


মুজিবনগর সরকার গঠন করা হয়েছিলো মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবের পাড়ায় https://parg.co/bsLW - স্থানটা একেবারে ভারতের কাছেই। 


তাই কোন কারণে যদি পাক বাহিনী সেস্থানে আক্রমণ করতো, তাহলে মুজিবনগর সরকারের সকলেই ভারতে নিরাপদে চলে যেতে পারতেন। 


এটাই ছিলো মুজিবনগর সরকারের প্রধান রণকৌশল। 


🌟 অর্জন ✒️


মুজিবনগর সরকারের প্রধান দুটো অর্জন 🖋️


1) ভারতের সরাসরি সহযোগিতা :- 


মুজিবনগর সরকার গঠন করার পরে ভারতের তখনের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সার্বিক সহযোগিতা প্রদান করেছিলেন। 


2) বাংলাদেশের স্বাধীনতা অর্জন :- 


মুজিবনগর সরকারের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলো। 


🌟 মুজিবনগর সরকার ও খন্দকার মোশতাক ✒️


বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে খন্দকার মোশতাক জড়িত থাকলেও 1971 সালে মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। 


পরে তিনি খুনিদের সঙ্গে 1975 সালে জড়িত হয়েছিলেন। 


🌟 মুজিবনগর সরকার ও জেনারেল জিয়া ✒️


1975 সালের পরে জেনারেল (1971 সালে মেজর) জিয়া সামরিক শাসক হয়েছিলেন, বিএনপি গঠন করেছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। 


কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে জেনারেল জিয়া ছিলেন মুজিবনগর সরকারের প্রতি অনুগত সেনা অফিসার। 


🌟 প্রকৃতপক্ষে মুজিবনগর সরকার ও বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রধান বিষয়। 


🌟 স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা সকল মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 






Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒