409)Duties and freedoms.(কর্তব্য ও স্বাধীনতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒️

 409 https://parg.co/bOIX ) Duties and freedoms. (কর্তব্য ও স্বাধীনতা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️



 "It is impossible to give up duty even if there is freedom."


#Freedom #Wisdom #Politics #Philosophy #Humanity 


 Everyone has the right to freedom. But no freedom is free from duty.


 On the contrary, as freedom increases, so does duty.


 When people get freedom, they become subordinate to themselves.


 So people have to do their own duty and bear the responsibility of their own deeds.


 The person who is independent has to behave like ownself.


 Just as an independent person is not subordinate to another, so the responsibility of an independent person does not belong to anyone else.


 So an independent person has to be dutiful.


 In this way freedom and duty are intertwined. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 


"স্বাধীনতা থাকলেও কর্তব্য ত্যাগ করা অসম্ভব।"


স্বাধীনতার অধিকার সকলেরই আছে। কিন্তু কোন স্বাধীনতা কর্তব্য থেকে মুক্ত না।


বরং স্বাধীনতা যত বাড়ে, কর্তব্যও তত বাড়ে।


স্বাধীনতা পেলে মানুষ অপরের অধীন থেকে নিজের অধীনস্থ হয়।


তাই নিজের কর্তব্য নিজেকেই করতে হয় এবং নিজের কর্মের দায় - দায়িত্ব নিজেকেই বহন করতে হয়।


যে ব্যক্তি স্বাধীন, সেই ব্যক্তিকে নিজের মতই চলতে হয়।


স্বাধীন ব্যক্তি যেমন অপরের অধীনস্থ না, তেমনি স্বাধীন ব্যক্তির দায় - দায়িত্ব অন্যেরও হয় না। 


তাই স্বাধীন ব্যক্তিকে কর্তব্য পরায়ন হতে হয়। 


এভাবেই স্বাধীনতা ও কর্তব্য পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। © All Right Reserved https://parg.co/bPrW  Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒