395) Political movement and people's movement. (রাজনৈতিক আন্দোলন ও জনগণের আন্দোলন।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 395 https://parg.co/buSN ) Political movement and people's movement. (রাজনৈতিক আন্দোলন ও জনগণের আন্দোলন।) - Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 "Political movement is more complex than the movement of the people." 


#Politics #Wisdom #Welfare 


🌟 The movement of the people's movement ✒ 


The people's movement that is done for civil rights, basic needs. 


In such a movement, the fundamental rights are more important than political interests or ideals. 


And the movement is not necessary if the fundamental rights of the people are full. 


🌟 Political movement ✒ 


The power is more important than the fundamental rights in such a movement. 


Even if a government fulfills the fundamental rights, politicians continued the movement to be powerful. 


As a result, the prosecution of the country's governance adopted various techniques to suppress and control the political movement. 


And political protesters try to become more active. 


🌟 Thus, political movement is more complex than the movement of the people. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"জনগণের আন্দোলনের চেয়ে রাজনৈতিক আন্দোলন বেশি জটিল।"


🌟 জনগণের আন্দোলন ✒


যে আন্দোলন জনগণ কর্তৃক নাগরিক অধিকার , মৌলিক চাহিদা পূরণ প্রভৃতির জন্য করা হয় , সেটা জনগণের আন্দোলন।


এমন আন্দোলনে রাজনৈতিক স্বার্থ অথবা আদর্শের চেয়ে মৌলিক অধিকারই বেশি গুরুত্বপূর্ণ হয়।


এবং জনগণের মৌলিক অধিকার পূর্ণ হলে আন্দোলনের প্রয়োজন হয় না।


🌟 রাজনৈতিক আন্দোলন ✒


যে আন্দোলন রাজনৈতিক আদর্শ ও স্বার্থ দ্বারা উদ্বুদ্ধ হয়ে ক্ষমতার অংশীদার , এমনকি রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রক হতে রাজনীতিকদের দ্বারা পরিচালিত হয় সেটা রাজনৈতিক আন্দোলন।


এমন আন্দোলনে মৌলিক অধিকারের চেয়ে ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ হয়।


এমনকি কোন গভমেন্ট মৌলিক অধিকার পূরণ করলেও রাজনীতিকরা ক্ষমতার অধিকারী হতে আন্দোলন অব্যাহত রাখেন।


ফলে রাজনৈতিক আন্দোলনকে দমন ও নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট দেশের গভমেন্ট বিভিন্ন কৌশল অবলম্বন করেন। 


এবং রাজনৈতিক আন্দোলনকারীরা আরো সক্রিয় হওয়ার চেষ্টা করেন। 


🌟 এভাবেই জনগণের আন্দোলনের চেয়ে রাজনৈতিক আন্দোলন বেশি জটিল হয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman