391) Eligibility for criticism. (সমালোচনার যোগ্যতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

391 https://parg.co/bPrj ) Eligibility for criticism. (সমালোচনার যোগ্যতা।) - Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 "Just as it takes competence to criticize, it also requires competence to be criticized."

#Wisdom #History #Humanity #Politics #Sociology 

🌟 Criticism ✒ 

 Criticism means discussing a person's accomplishments and abilities impartially.

 It is never criticism to just talk about one's faults - it is condemnation.

 Criticism, however, is generally defined as the discussion of faults.

 But by criticism I mean a neutral discussion of the good and the bad of a person.

 🌟 Criticism is one of the elements of society ✒ 

 In every society, people who know themselves are criticized.

 Criticism ranged from union council members to MPs - ministers and even prime ministers - to the president.

 But some criticize it out of envy - others criticize it as a matter of history.

 🌟 Ability to criticize ✒ 

 But to criticize, of course, qualifications are needed.

 Especially knowledge is one of the different subjects. Criticism becomes very difficult without knowledge on various issues.

🌟 Eligibility to be criticize ✒ 

 There is also a need for qualification to be criticized.

 The person who will be criticized, what is his educational qualification? How is his wisdom? How much has he established himself compared to his society and environment? All of these things must be considered critically.

 I https://parg.co/bPrW criticize. But only about those who deserve to be criticized.

 I have criticized in my writing https://parg.co/bPrj about different people at national and international level.

 As the political scientist, sociologist and historian I criticized at the international level about Joseph Stalin, Vladimir Lenin, Adolf Hitler, General Yamashita, Barrister Jinnah, Maulana Maududi, Saeed Qutb, Dr. Abdullah Azzam, Usama bin Laden and others. 

 At the national level, General Ershad, Lutfuzzaman Babar, Mr. Moudud, Saka Chowdhury, Masud Arun, Bangla Bhai, Bura Huzur https://parg.co/buaM , Mufti Izharul Chowdhury, Ubaydur Rahman Khan, Mufti Hannan, Babu Suranjit Sengupta, Dr. Fakhruddin, Dr. Kamal Hossain, Colonel Taher, Major A. Jalil, Mr. Musharraf and many others have criticized by me. Because they have the ability to be criticized.

 And I have the ability to criticize.

 🌟 So dear reader, criticize those who deserve to be criticized. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

"সমালোচনা করতে যেমন যোগ্যতার প্রয়োজন , তেমনি সমালোচিত হতেও যোগ্যতার প্রয়োজন।"

🌟 সমালোচনা ✒

সমালোচনা মানে কোন ব্যক্তির কৃতকর্ম ও যোগ্যতার বিষয়ে নিরপেক্ষভাবে আলোচনা করা।

কোন ব্যক্তির শুধু দোষ আলোচনা করা কখনই সমালোচনা হয় না - বরং সেটা হয় নিন্দাবাদ।

তবে , পারিভাষিকভাবে সাধারণতঃ দোষ আলোচনা করাকেই সমালোচনা বুঝানো হয়।

কিন্তু সমালোচনা বলতে আমি কোন ব্যক্তির ভালোমন্দের নিরপেক্ষ আলোচনাকেই বুঝাচ্ছি।

🌟 সমালোচনা সমাজের অন্যতম উপাদান ✒

প্রত্যেক সমাজেই নিজেদের পরিচিত ব্যক্তিদের নিয়ে সমালোচনা করা হয়।

ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে এমপি - মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী - রাষ্ট্রপতি পর্যন্ত সমালোচনা করা হয়।

তবে কেউ হিংসার বশবর্তী হয়ে সমালোচনা করে - আবার কেউ ইতিহাসের বিষয় হিসেবে সমালোচনা করেন।

🌟 সমালোচনা করার যোগ্যতা ✒ 

কিন্তু সমালোচনা করতে হলে অবশ্যই যোগ্যতার প্রয়োজন।

বিশেষ করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অন্যতম। বিভিন্ন বিষয়ে জ্ঞান না থাকলে সমালোচনা করাটা অত্যন্ত দুরূহ বিষয়ে পরিণত হয়।

🌟 সমালোচিত হওয়ার যোগ্যতা ✒

তেমনি সমালোচিত হওয়ারও যোগ্যতার প্রয়োজন আছে।

যে ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা হবে , তিনির শিক্ষাগত যোগ্যতা কতটুকু ? তিনির জ্ঞান - বুদ্ধি কেমন ? তিনি নিজের সমাজ ও পরিবেশের তুলনায় নিজেকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছেন ? এসকল বিষয় অবশ্যই বিবেচ্য সমালোচিত হওয়ার জন্য।

আমি https://parg.co/bPrW নিজেও সমালোচনা করি , তবে তিনিদের বিষয়ে - যিনিদের সমালোচিত হওয়ার যোগ্যতা আছে। 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তির বিষয়ে আমি আমার লিখায় https://parg.co/bPrj সমালোচনা করেছি। 

আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী , সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে জোসেফ স্ট্যালিন , ভ্লাদিমির লেনিন , এ্যডল্ফ হিটলার , জেনারেল ইয়ামাশিটা , ব্যারিস্টার জিন্নাহ , মাওলানা মওদুদি , সাঈদ কুতুব , ড. আব্দুল্লাহ আযযাম , উসামা বিন লাদেনসহ অনেকেরই সমালোচনা করেছি। 

জাতীয় পর্যায়ে জেনারেল এরশাদ , লুৎফুজ্জামান বাবর , মওদুদ সাহেব , সাকা চৌধুরী , মাসুদ অরুন , বাংলা ভাই , বুড়া হুজুর https://parg.co/buaM , মুফতি ইজহারুল চৌধুরী , উবায়দুর রহমান খান , মুফতি হান্নান , বাবু সুরঞ্জিত সেনগুপ্ত , ড. ফখরুদ্দীন , ড. কামাল হোসেন , কর্নেল তাহের , মেজর আ. জলিল , মোশাররফ সাহেবসহ অনেকেরই সমালোচনা করেছি। কেননা সমালোচিত হওয়ার যোগ্যতা তিনিদের আছে। 

এবং সমালোচনা করার যোগ্যতা আমারও আছে। 

🌟 তাই প্রিয় পাঠক - পাঠিকা , সমালোচনা করবেন তিনিদের , যিনিদের সমালোচিত হওয়ার যোগ্যতা আছে। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman