383)Celebrity and political power.(সেলিব্রিটি ও রাজনৈতিক ক্ষমতা।)- Written by Junayed Ashrafur Rahman ✒
383 https://parg.co/buSN ) Celebrity and political power.(সেলিব্রিটি ও রাজনৈতিক ক্ষমতা।)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman ✒
"Celebrities should never be greedy for political power."
#Politics #Wisdom #experience #welfare
Normally , almost all people are attracted to power.
Celebrities can also be partners in the political power of own country. Celebrities also have this right.
But celebrities have acquaintances and fans - people from almost all walks of life, even political parties.
If a celebrity chooses to belong to a particular party or is greedy for power with a party title, the popularity of that celebrity among the people of other parties may decrease.
And if a celebrity is greedy for power, celebrity can spend less time at work. This can be a problem for professional career.
For example: - If a hero of a movie is greedy for political power, then hero will give more time for power than acting.
As a result, the producer and director of the movie can include another hero in the movie instead of that hero.
This is how being greedy for power can lead to professional loss for celebrities.
So celebrities should never be greedy for power just to advance their professional career. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
"সেলিব্রিটিদের কখনই উচিৎ না লোভী হওয়া রাজনৈতিক ক্ষমতার প্রতি।"
স্বাভাবিকভাবেই ক্ষমতার প্রতি প্রায় সকল মানুষেরই আকর্ষণ থাকে।
সেলিব্রিটিরাও পারেন নিজ দেশের রাজনৈতিক ক্ষমতার অংশীদার হতে। এই অধিকার সেলিব্রিটিদেরও আছে।
কিন্তু সেলিব্রিটিদের পরিচিতি ও ভক্ত - অনুরাগী প্রায় সকল শ্রেণীর মানুষ , এমনকি রাজনৈতিক প্রায় সকল দলেই থাকে।
যদি কোন সেলিব্রিটি নির্দিষ্ট কোন দলের হয়ে নির্বাচন করে অথবা দলীয় পদবী দিয়ে ক্ষমতাশালী হওয়ার জন্য লোভী হন , তবে অন্যান্য দলের লোকদের কাছে ঐ সেলিব্রিটির জনপ্রিয়তা কমতে পারে।
এবং যদি কোন সেলিব্রিটি ক্ষমতার জন্য লোভী হন , তবে নিজের কর্মক্ষেত্রে সময় কম দিতে পারেন। এতে নিজের পেশাগত ক্যারিয়ারের সমস্যা হতে পারেন।
যেমন : - যদি সিনেমার কোন নায়ক রাজনৈতিক ক্ষমতার জন্য লোভী হন , তাহলে তিনি অভিনয়ের চেয়ে ক্ষমতার জন্য বেশি সময় দিবেন।
ফলে সিনেমার প্রযোজক ও পরিচালক ঐ নায়কের পরিবর্তে অন্য নায়ককে সিনেমায় অন্তর্ভুক্ত করতে পারেন।
এভাবেই ক্ষমতার প্রতি লোভী হওয়ার কারণে সেলিব্রিটিদের পেশাগত ক্ষতি হতে পারে।
তাই পেশাগত ক্যারিয়ার উন্নত রাখার জন্যই সেলিব্রিটিদের কখনই ক্ষমতার প্রতি লোভী হওয়া উচিৎ না। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment