381) Politicians and celebrities. (রাজনীতিক ও সেলিব্রিটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 381 https://parg.co/buSN ) Politicians and celebrities. (রাজনীতিক ও সেলিব্রিটি।) - Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 "Politicians should not be envier to the celebrity." 


#Politics #Wisdom #Humanity #Welfare


🌟 Celebrity fame ✒ 


Any person can be known through any of the things that someone can be celebrity. 


Someone can be through literature, someone can be celebrity through the movie, drama or in other ways. 


🌟 Envy are usually ✒ 


Though the politicians have many power - but the celebrities may have more popularity. 


That is, the politicians' power is more, but the popularity of celebrities is much more. 


But celebrities enjoy the life more than politicians. 


Celebrity enjoys more advantages such as a relatively free and independent life due to the occupational work, due to any restrictions in the party. Such advantages normally can not be enjoyed by the politicians.


 So politician can envy any celebrity.


But the celebrity should never have politicians to envy. 


🌟 For that reason, there should not be envier ✒


If any politician starts to live a life of celebrity, then the disaster can start in politicians' life.


 For example: - If a celebrity makes a little more fun to travel abroad by envy, then political influences will be reduced. 


Because, with the opportunity to travel more than more foreign journey, other politicians can increase their political position by increasing their political position. 


Even such things may also be said, "Those people travel more abroad. What will he do politics and what will be the public service?" 


So the celebrities should not envy by the politicians. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"সেলিব্রিটিকে হিংসে করা রাজনীতিকের উচিৎ না।"


🌟 সেলিব্রিটির খ্যাতি ✒


যে কোন বিষয়ের মাধ্যমে অনেক পরিচিত হয়ে যে কেউ সেলিব্রিটি হতে পারেন।


কেউ সাহিত্যের মাধ্যমে , কেউ নাটক - সিনেমার মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে সেলিব্রিটি হতে পারেন।



🌟 হিংসের কারণ ✒ 


সাধারণতঃ রাজনীতিকরা যতই ক্ষমতার অধিকারী হন - তিনিরা কিন্তু সেলিব্রিটির সমান পরিচিত হতে পারেন না। 


অর্থাৎ , রাজনীতিকদের ক্ষমতা বেশি হলেও সেলিব্রিটিদের পরিচিতি অনেক বেশি। 


কিন্তু রাজনীতিকদের তুলনায় সেলিব্রিটিরা জীবনকে বেশি উপভোগ করেন। 


পেশাগত কাজের জন্য বিভিন্ন স্হানে ভ্রমণ , দলীয় কোন বিধিনিষেধ না থাকার কারণে তুলনামূলকভাবে মুক্ত ও স্বাধীন জীবন যাপন করা প্রভৃতি সুবিধা বেশি ভোগ করেন সেলিব্রিটিরা। এমন সুবিধা সাধারণতঃ রাজনীতিকরা উপভোগ করতে পারেন না। 


তাই যে কোন সেলিব্রিটিকে যে কোন রাজনীতিক হিংসে করতে পরেন। 


কিন্তু সেলিব্রিটিকে হিংসে করা রাজনীতিকের কখনই উচিৎ না। 


🌟 যে কারণে হিংসে করা উচিৎ না ✒ 


কোন রাজনীতিক যদি সেলিব্রিটির দেখাদেখি জীবন যাপন শুরু করেন , তবে রাজনীতিকের জীবনে বিপর্যয় শুরু হতে পারে।


যেমন : - যদি কোন সেলিব্রিটিকে হিংসে করে কোন রাজনীতিক বেশি বেশি বিদেশ ভ্রমণ করে মজা করেন , তবে তিনির রাজনৈতিক প্রভাব কিছুটা হলেও কমবে। 


কেননা , বেশি বেশি বিদেশ ভ্রমণের সুযোগ নিয়ে অন্যকোন রাজনীতিক নিজের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে ঐ রাজনীতিকের রাজনৈতিক অবস্থান দখল করে নিতে পারেন। এমনকি এমন কথাও বলা হতে পারে ," ঐ লোক বেশি বেশি বিদেশ ভ্রমণ করেন। তিনি রাজনীতি কী করবেন আর জনসেবা কী করবেন ?" 


তাই সেলিব্রিটিকে হিংসে করা রাজনীতিকের উচিৎ না। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒