376) Revolution in the modern age. (আধুনিক যুগে বিপ্লব।)- Written by Junayed Ashrafur Rahman ✒

 376 https://parg.co/buSN ) Revolution in the modern age. (আধুনিক যুগে বিপ্লব।)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 



 "Revolution in the modern age is extremely difficult."


#Politics #Wisdom #Law #Experience #Welfare


🌟 Revolution of the past ✒ 


 There have been many revolutions in the past to change society and the state. The people of other countries were also inspired by that revolution.


 One of those revolutions was the French Revolution, the Russian Revolution, the Chinese Revolution and the Iranian Revolution.


 🌟 It is very difficult at present due to that ✒ 


 🌟 Easy communication ✒ 


 Making people angry is not as easy as before.


 There was a time in the past when ordinary people were misled by false information.


 But in the modern age, if one want to provoke with false information, almost all people can verify it through easy communication and eliminate the aggression.


 🌟 Surveillance ✒ 


 Surveillance is increasing day by day.


 More and more people are being recruited in the intelligence agencies of different countries and new branches are being introduced. Through them, those involved in anti-revolutionary and anti-government activities are kept under strict surveillance.


🌟 Use of technology ✒ 


 Surveillance is done not only through humans, but also through technology.


 Hacking various conversations on mobiles, monitoring email and social media communications, monitoring users' mobiles through spy software, locations of various people through mobile networks, etc. are also monitored.


 And surveillance of suspicious areas through drones, even satellites.


 🌟 Betrayal ✒ 


 Revolution requires secret advice.


 But in the modern age there is no trustworthy person to give secret advice.


 Because, those who are consulted in secret, they are usually the ones who betray and pass information to the law and intelligence forces.


 🌟 Resistance ✒ 


 At present, due to the activities of the law enforcement agencies, it is not possible to create anarchy by smuggling arms and ammunition like before.


 And it is not possible to fight against advanced law enforcement like in the past.


 For the same reason, it is very difficult to make a revolution in the present age like in the past. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"আধুনিক যুগে বিপ্লব ঘটানো অত্যন্ত দুরূহ।"


🌟 অতীতের বিপ্লব ✒


অতীতে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের অনেক বিপ্লব ঘটেছিল। ঐ বিপ্লবের মাধ্যমে অন্যান্য দেশের জনগণও অনুপ্রাণিত হয়েছিলেন।


সেই বিপ্লবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফরাসি বিপ্লব , রুশ বিপ্লব , চীন বিপ্লব ও ইরান বিপ্লব। 


🌟 বর্তমানে যে কারণে অত্যন্ত দুরূহ ✒


🌟 সহজ যোগাযোগ ✒ 


মানুষকে উগ্র বানানো আগের মত সহজ না। 


অতীতে একটা সময় ছিল যখন সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে উগ্র করা হত। 


কিন্তু আধুনিক যুগে মিথ্যা তথ্য দিয়ে উগ্র করতে চাইলে প্রায় সকল মানুষই সহজ যোগাযোগের মাধ্যমে সেটা যাচাই করে উগ্রতা বর্জন করতে পারেন। 


🌟 নজরদারি ✒ 


দিন দিন নজরদারি বাড়ছে। 


বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থায় বেশি বেশি লোকের নিয়োগ হচ্ছে এবং নতুন নতুন শাখা চালু হচ্ছে। তাদের মাধ্যমে বিপ্লব ও সরকার বিরোধী কাজে জড়িত ব্যক্তিদের উপর কঠোর নজরদারি করা হয়। 


🌟 প্রযুক্তির ব্যবহার ✒ 


মানুষের মাধ্যমে বটেই , প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হয়। 


মোবাইলের বিভিন্ন আলাপ হ্যাকিং করা , ইমেইল ও সোস্যাল মিডিয়ার যোগাযোগ পর্যবেক্ষণ করা , স্পাই সফটওয়্যারের মাধ্যমে ইউসারদের মোবাইলে নজরদারি , মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির অবস্হান প্রভৃতির মাধ্যমেও গোয়েন্দা নজরদারি করা হয়। 


এবং ড্রোন , এমনকি স্যাটেলাইটের মাধ্যমেও সন্দেহজনক এলাকাতে নজরদারি করা হয়। 


🌟 বিশ্বাসঘাতকতা ✒ 


বিপ্লব ঘটানোর জন্য অবশ্যই গোপন পরামর্শের প্রয়োজন। 


কিন্তু আধুনিক যুগে গোপন পরামর্শ করার বিশ্বস্ত লোক নাই। 


কেননা , যাদের সঙ্গে গোপন পরামর্শ করা হয় , সাধারণত ওরাই বিশ্বাসঘাতকতা করে আইন ও গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য পাচার করে দেয়। 


🌟 প্রতিরোধ ✒ 


বর্তমানে আইন বাহিনীর তৎপরতার কারণে চাইলেই আগের মত অস্র ও গোলা - বারুদ পাচার করে অরাজকতা করা সম্ভব হয় না। 


এবং উন্নত আইন বাহিনীর বিরুদ্ধে অতীতের মত লড়াই করাও সম্ভব হয় না। 


🌟 উল্লিখিত কারণেই অতীতের মত বর্তমান যুগে বিপ্লব ঘটানো অত্যন্ত দুরূহ। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒