360) Politics and Terrorism. (রাজনীতি ও সন্ত্রাসবাদ।) - Written by Junayed Ashrafur Rahman ✒
360 https://parg.co/buSN ) Politics and Terrorism. (রাজনীতি ও সন্ত্রাসবাদ।)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
"Politics is controlled and organized system - but terrorism is stubborn and destructive."
#Politics #Wisdom #law #experience #welfare
🌟 Political discipline ✒
People can not want to do fault work in politics .
Every person has to do politics from the rules and disciplines.
Anti law, unsocial and uncultured work are not approved by politics.
Even to disobey the party discipline, it is not allowed to do politics.
Although there is competition and challenges in politics, but it is with politely.
And the main objectives of politics make the welfare of the people.
Thus, politics was governed by well-organized and disciplined methods.
🌟 Stubbornness of terrorism ✒
There is no rule and discipline in terrorism.
Through human losses, terrorism wants to take advantage of themselves.
Even due to party disputes, they are destroyed among themselves.
Who will harm, and what will they do? It's no right.
When and how terrorism wants to harm.
🌟 This is why politics is acceptable and terrorism is abandoned. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
"রাজনীতি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা - কিন্তু সন্ত্রাসবাদ হঠকারী ও বিনাশী অপতৎপরতা।"
🌟 রাজনীতির শৃঙ্খলা ✒
রাজনীতিতে মানুষ চাইলেই পারে না যে ইচ্ছা সেই কাজ করতে।
নিয়ম ও শৃঙ্খলায় থেকেই প্রত্যেক ব্যক্তিকে রাজনীতি করতে হয়।
আইন , সমাজ ও সংস্কৃতিতে নাই এমন কাজের মাধ্যমে রাজনীতি করা অনুমোদিত হয় না।
এমনকি দলীয় শৃঙ্খলা অমান্য করে রাজনীতি করাও অনুমোদিত হয় না।
রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটা হয় ভদ্রভাবে।
আর রাজনীতির প্রধান উদ্দেশ্য জনগণের কল্যাণ করা।
এভাবেই রাজনীতি সুসংগঠিত ও সুশৃঙ্খল পদ্ধতিতে পরিচালিত হয়।
🌟 সন্ত্রাসবাদের হঠকারিতা ✒
সন্ত্রাসবাদে নিয়ম - শৃঙ্খলা নাই। মানুষের ক্ষতির মাধ্যমে সন্ত্রাসবাদ নিজেদের সুবিধা নিতে চায়।
এমনকি দলীয় বিবাদের কারণে নিজেদের মধ্যেই বিনাশী কাজ হয়। কে কার ক্ষতি করবে , আর কে কখন কী করবে ? এটারই কোন ঠিক নাই।
যখন যেভাবে পারে মানুষের ক্ষতি করতে চায়।
🌟 এ সকল কারণেই রাজনীতি গ্রহণযোগ্য আর সন্ত্রাসবাদ পরিত্যাজ্য। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment