357) About the arrest of Aung San Suu Kyi.(অং সাং সুচিকে গ্রেফতার প্রসঙ্গে।) - Written by Junayed Ashrafur Rahman

 357 https://parg.co/buSN ) About the arrest https://parg.co/buQW of Aung San Suu Kyi. (অং সাং সুচিকে গ্রেফতার https://parg.co/buQe প্রসঙ্গে)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 



 "There is no reason for the Rohingya refugees in Bangladesh to rejoice over the arrest of Aung San Suu Kyi."


#Politics #History #law #experience #welfare  


 🌟 Military government of Myanmar ✒ 


 Myanmar's military has been in power for many years.


 Aung San Suu Kyi was held captive by that military ruler for many years.


 In fact, Myanmar's military controls the country's political power.


 🌟 Government of Aung San Suu Kyi ✒ 


 Aung San Suu Kyi's government was largely governed by a balance of power with the military.


 🌟 Attack on Rohingyas ✒ 


 Myanmar's army attacked Rakhine state to control the rebel Rohingya.


 So Rohingyas entered Bangladesh.


 Currently, the infiltrating Rohingyas are living in Bangladesh as refugees.


 It turned out that the Rohingya were attacked by the Myanmar army.


 However, Aung San Suu Kyi has been blamed for not opposing the military on the Rohingya issue - but this is never reasonable (ABOUT THE ROHINGYA PROBLEMS OF MYANMAR AND Mrs. Aung San Suu Kyi. - https://parg.co/buhs) .


 Because Aung San Suu Kyi had no political power to control the army.


 Rather, Aung San Suu Kyi is currently being held captive by the military.


 🌟 Rohingyas have no reason to rejoice ✒ 


 Aung San Suu Kyi was arrested primarily to increase the military's power.


 Suu Kyi's party did worse than expected from opinion polls, which saw them at gaining about a third of the vote. So many more, including Suu Kyi, have been arrested.


 It may re-balance power - but the military's treatment of the Rohingya may not be tolerable.


 So there is no reason for the Rohingya refugees in Bangladesh to rejoice.


 Indeed, the capture of Suu Kyi and the attack on the Rohingya, both by the Myanmar army.


 🌟 So the Myanmar army is responsible for Aung San Suu Kyi and the Rohingyas. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"অং সাং সুচিকে গ্রেফতারের ফলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা রিফিউজিদের উল্লাসিত হওয়ার কোন কারণ নাই।"


🌟 মিয়ানমারের সামরিক সরকার ✒


অনেক বছর যাবৎ মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন।


অং সাং সুচিকে অনেক বছর ঐ সামরিক শাসকই বন্দী করে রেখেছিল।


প্রকৃতপক্ষে , মিয়ানমারের সেনাবাহিনীই ঐ দেশের রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে।


🌟 অং সাং সুচির সরকার ✒


মূলতঃ সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার ভারসাম্য বজায় রেখেই অং সাং সুচির সরকার পরিচালিত হচ্ছিল।


🌟 রোহিঙ্গাদের উপর হামলা ✒


বিদ্রোহী রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করার জন্য রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনাবাহিনী হামলা করেছিল।


তাই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।


বর্তমানে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাংলাদেশে রিফিউজি হিসেবে বসবাস করছে।


এটা প্রমাণিত যে , রোহিঙ্গাদের উপর হামলা করেছিল মিয়ানমারের সেনাবাহিনী।


তবে , রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর বিরোধিতা না করার কারণে অং সাং সুচিকে কিছুটা দায়ী করা হয় - কিন্তু এটা কখনই যুক্তিসঙ্গত না। 


কেননা , সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের কোন রাজনৈতিক ক্ষমতা অং সাং সুচির ছিল না। 


বরং অং সাং সুচিই বর্তমানে সেনাবাহিনীর দ্বারা বন্দী। 


🌟 রোহিঙ্গাদের উল্লাসিত হওয়ার কারণ নাই ✒ 


অং সাং সুচিকে গ্রেফতার করা হয়েছে মূলতঃ সেনাবাহিনীর ক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য। 


নতুন নির্বাচনে সুচির দল আরো ভোট প্রাপ্তির কারণে সেনা সমর্থিত দলের ক্ষমতা কমেছে। তাই সুচিসহ আরো অনেককেই গ্রেফতার করা হয়েছে। 


এতে হয়ত নতুন করে ক্ষমতার ভারসাম্য করা হবে - কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে হয়ত সেনাবাহিনীর আচরণ সহনশীল হবে না। 


তাই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা রিফিউজিদের উল্লাসিত হওয়ার কোন কারণ নাই। 


🌟 প্রকৃতপক্ষে , সুচিকে বন্দী করা আর রোহিঙ্গাদের উপর হামলা করা , দুটোই মিয়ানমারের সেনাবাহিনী করেছে। 


তাই অং সাং সুচি আর রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীই দায়ী। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman