336) State, lending and mudaraba (রাষ্ট্র , সুদ ও মুদারাবা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 336 http://ow.ly/Z4y6102wHAB ) State, lending and mudaraba (রাষ্ট্র , সুদ ও মুদারাবা।)- Written by http://ow.ly/nyab102wHAf Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 



 "In the state, difference between lending and mudaraba is determined by a number of conditions."



#Politics #economics #History #law #experience #welfare


 🌟 Lending ✒ 


 Both lending and mudaraba are profit earned through investment.


 However, in case of lending , the investor must pay the interest at the specified rate by the borrower.


 Even the usurer has to pay interest by selling his property or giving the property to the bank.


 Thus, the borrower has to be bound by the bond of lending.


 🌟 Mudaraba ✒ 


 But in the case of Mudaraba, there is a fixed rate of return on investment money but not necessarily like lending.


 In the case of Mudaraba, if the borrower benefits, then the investor also benefits and gets a profit at a fixed rate.


 But if there is a loss to the borrower, then the investor has to share the loss and take less profit.


 This is how, relaxation is provided to the borrower.


  * This is the main difference between lending and mudaraba.


🌟 Expansion of Mudaraba ✒ 


 Mudaraba has been widely used in recent times.


 Even banks that used to conduct only lending - based banking are introducing Mudaraba-based banking separately.


 🌟 Coexistence of lending and mudaraba ✒ 


 At present, economy, industry and trade are run on the basis of lending and mudaraba in the same bank and in the same state.


 Therefore, any person can freely avail the services of lending or Mudaraba at his own discretion.


 Suppose ✒ 


A lot of people are eating apple juice without mixing anything, while others are eating apple juice with sugar, dyes, perfumes and preservatives.


🌟 Indeed, it is because of this coexistence of lending and Mudaraba that it is possible to take advantage of the Mudaraba of the Islamic State in a state governed by common law.


 That is, at present there is no obligation to establish an Islamic state for the benefit of Mudaraba. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"সুদ ও মুদারাবার পার্থক্য কয়েকটা শর্তের মাধ্যমে নির্ধারিত হয়।"


🌟 সুদ ✒


সুদ ও মুদারাবা দুটোই বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা।


তবে সুদের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সুনির্দিষ্ট হারে সুদ গ্রহীতা কর্তৃক সুদের টাকা অবশ্যই দিতে হয়। 


এমনকি সুদ গ্রহীতাকে নিজের সম্পত্তি বিক্রি করে অথবা ব্যাঙ্কে সম্পত্তি প্রদান করে সুদের টাকা পরিশোধ করতে হয়। 


এভাবেই ঋণ গ্রহীতাকে সুদের বন্ধনে আবদ্ধ হতে হয়। 


🌟 মুদারাবা ✒ 


কিন্তু মুদারাবার ক্ষেত্রে বিনিয়োগের টাকার মুনাফার সুনির্দিষ্ট হার থাকলেও সুদের মত আবশ্যক না।


মুদারাবার ক্ষেত্রে যদি ঋণ গ্রহীতা লাভবান হয় , তবে বিনিয়োগকারীও লাভবান হয়ে সুনির্দিষ্ট হারে মুনাফা পায়।


কিন্তু যদি ঋণ গ্রহীতার লোকসান হয় , তবে বিনিয়োগকারীকে সেই লোকসানের ভাগীদার হয়ে মুনাফার টাকাও কম নিতে হয়।


এভাবেই ঋণ গ্রহীতার প্রতি শিথিলতা প্রদান করা হয়। 


 * এটাই হচ্ছে সুদ ও মুদারাবার মূল পার্থক্য।


🌟 মুদারাবার বিস্তৃতি ✒


সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে মুদারাবার প্রচলন হচ্ছে।


এমনকি , যে সকল ব্যাঙ্ক শুধু সুদ ভিত্তিক ব্যাঙ্কিং পরিচালনা করত , সে সকল ব্যাঙ্কও আলাদা করে মুদারাবা ভিত্তিক ব্যাঙ্কিং চালু করছে।


🌟 সুদ ও মুদারাবার সহাবস্থান ✒


বর্তমানে একই ব্যাঙ্কে এবং একই রাষ্ট্রে সুদ ও মুদারাবার ভিত্তিতে অর্থনীতি , শিল্প ও বাণিজ্য পরিচালিত হয়ে সুদ ও মুদারাবার সহাবস্থান হচ্ছে। 


তাই যে কোন ব্যক্তি নিজের ইচ্ছামত স্বাধীনভাবে সুদ অথবা মুদারাবার সেবা গ্রহণ করতে পারছেন। 


অনেকটা এমন , কেউ সরাসরি আপেলের রসে কিছু না মিশিয়ে খাচ্ছেন , আবার কেউ আপেলের রসে চিনি , রং , পারফিউম আর প্রিজার্ভেটিভ মিশিয়ে খাচ্ছেন। 


🌟 প্রকৃতপক্ষে , সুদ ও মুদারাবার এই সহাবস্থানের কারণেই সাধারণ আইনে পরিচালিত রাষ্ট্রে ইসলামি রাষ্ট্রের মুদারাবার সুবিধা গ্রহণ করা সম্ভব হচ্ছে। 


অর্থাৎ , বর্তমানে মুদারাবার সুবিধার জন্য ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার বাধ্যতা নাই। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman