328) The Politics for Islami States. (ইসলাম কায়েমের রাজনীতি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 328 https://v.gd/BM0Z3Z ) The Politics for Islami States. (ইসলাম কায়েমের রাজনীতি।) - - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 "The politics of establishing Islam began in the modern era."


#Politics #History #law #experience #welfare 


 🌟 In the past era ✒


 In the past, there was no activity to establish Islam through politics.


 In the past, scholars used to call people to religion.


 Imam Hasan Basri, Imam Zafar Sadeq, Imam Abu Hanifa, Imam Humble, Imam Shafi'i, Imam Malik, Imam Ghazzali (Rah.) Did not work for the establishment of Islam through politics. Rather, they called on people to practice Islam.



 🌟 Establishment of royal family in the Middle East ✒


 Although other countries, including Saudi Arabia, were established in the Middle East in the modern era, people of different groups established the royal family to take power and improve themselves.


 But no one did politics to establish Islam.


 🌟 The politics of establishing Islam in Egypt ✒ 


 The politics of establishing Islam in Egypt started through Shaheed Hasanul Banna, Saeed Qutb Shaheed and Ikhwanul Muslimin (Muslim Brotherhood).


 Although it is said that Imam Taymiyyah (Rah.) Campaigned for the establishment of Islam - that movement was not like the Muslim Brotherhood.


 🌟 Islamic Revolution in Iran ✒ 


 In 1979, a new government was formed, led by Imam Khomeini.


 Although there is talk of establishing Islam through revolution, the Iranian regime is continious its own affairs.


🌟 Islamic government in Afghanistan ✒ 


By the cooperation of USA and Pakistan in Afghanistan, The Taliban government was formed separately from the Soviet Union by Osama bin Laden, Dr. Abdullah Azzam, Ayman al-Zawahiri and other Afghan leaders, including militia leaders and Mullah Omar.


 That too was done by the Afghan mullahs like themselves.


 🌟 The politics of establishing Islam in the Indian subcontinent ✒ 


 The anti-British movement was for the independence of India.


 The Muslims led by Barrister Jinnah and the Hindus led by Gandhiji.


 However, many Muslims, including Maulana Hussain Ahmad Madani and Maulana Abul Kalam Azad, supported Gandhiji for a united India.


🌟 The politics of establishing Islam under the leadership of Maulana Maududi ✒ 


 But Maulana Maududi established a different style of politics.


 He started the politics of Islam by establishing Jamaat-e-Islami not only for the independence of India but also for the establishment of Islam in the state like Jinnah's Muslim League or Gandhi's Congress.


 Jinnah was supported by many scholars including Allama Shibbir Ahmad Usmani, Allama Zafar Ahmad Usmani, Allama Shafi Usmani. But no one did politics to establish Islam as a state.


 But the politics of establishing Islam in the state under the leadership of Maulana Maududi is still going on in India, Pakistan and Bangladesh under the name of different parties led by different people.


 At present, those who are doing politics for the establishment of Islam are mainly doing politics under the influence of Maulana Maududi.


 Even the Islamic leaders who oppose Maulana Maududi on various issues - they are basically in the style of Maulana Maududi to establish Islam. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"ইসলাম কায়েমের রাজনীতি শুরু হয়েছে আধুনিক যুগে।"


🌟 অতীত যুগে ✒


অতীত যুগে রাজনীতি করে ইসলাম কায়েমের তৎপরতা ছিল না।


অতীতে মানুষকে মনীষীগণ ধর্মের প্রতি আহ্বান করতেন।


ইমামা হাসান বসরি , ইমাম জাফর সাদেক , ইমাম আবু হানিফা , ইমাম হাম্বল , ইমাম শাফেয়ি , ইমাম মালেক , ইমাম গাজ্জালি (রাহ্.) রাজনীতি করে ইসলাম কায়েমের জন্যে তৎপর হননি। বরং মানুষকে ইসলাম ধর্ম পালনের জন্য আহ্বান করেছেন।



🌟 মধ্যপ্রাচ্যে রাজ পরিবারের প্রতিষ্ঠা ✒


আধুনিক যুগে মধ্যপ্রাচ্যে সৌদি আরবসহ অন্যান্য দেশ প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন গোষ্ঠীর লোকেরা ক্ষমতা গ্রহণের জন্য এবং নিজেদের উন্নতির জন্য রাজ পরিবার প্রতিষ্ঠা করেছিলেন।


কিন্তু কেউই ইসলাম কায়েমের জন্য রাজনীতি করেন নি।


🌟 মিশরে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি ✒


মিশরে ইসলাম কায়েমের রাজনীতি শুরু হয় শহীদ হাসানুল বান্না , সাইদ কুতুব শহীদ আর ইখওয়ানুল মুসলিমিনের মাধ্যমে।


যদিও বলা হয় , ইমাম তাইমিয়া (রাহ্.) ইসলাম কায়েমের জন্যে আন্দোলন করেছিলেন - তবে সেই আন্দোলন ইখওয়ানুল মুসলিমিনের মত ছিল না।


🌟 ইরানে ইসলামি বিপ্লব ✒ 


1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে বিপ্লব ঘটিয়ে নতুন সরকার গঠন করা হয়েছিল। 


যদিও বিপ্লব করে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয় , তবে ইরানের শাসন ব্যবস্থা নিজেদের মত করে চালু আছে। 


🌟 আফগানিস্তানে ইসলামি সরকার ✒ 


আফগানিস্তানে ইউএসএ আর পাকিস্তানের সহযোগিতায় উসামা বিন লাদেন , ড. আব্দুল্লাহ আযযাম , আয়মান আল - জাওয়াহিরিসহ বিভিন্ন দেশের মিলিশিয়া লিডার ও মোল্লা উমরসহ অন্যান্য আফগানি নেতাদের দ্বারা সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল তালেবান সরকার। 


সেটাও চলত আফগানি মোল্লাদের নিজেদের মত করে। 


🌟 ভারতীয় উপমহাদেশে ইসলাম কায়েমের রাজনীতি ✒


বৃটিশ বিরোধী আন্দোলন হয়েছিল ভারতকে স্বাধীন করার জন্যে।


মুসলমানরা ব্যারিস্টার জিন্নাহর নেতৃত্বে আর হিন্দুরা গান্ধিজীর নেতৃত্বে।


তবে , মাওলানা হোসেন আহমদ মাদানি , মাওলানা আবুল কালাম আজাদসহ অনেক মুসলমান অখণ্ড ভারতের জন্য গান্ধিজীকে সমর্থন করেছিলেন।


🌟 মাওলানা মওদুদির নেতৃত্বে ইসলাম কায়েমের রাজনীতি ✒


কিন্তু মাওলানা মওদুদি প্রতিষ্ঠা করলেন ভিন্ন ধারার রাজনীতি।


তিনি জিন্নাহর মুসলিম লীগ অথবা গান্ধির কংগ্রেসের মত শুধু ভারতের স্বাধীনতার জন্যে না - বরং রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের জন্য জামায়াতে ইসলামি প্রতিষ্ঠা করে ইসলাম কায়েমের রাজনীতির সূচনা করেছিলেন।


জিন্নাহকে সমর্থন করেছিলেন আল্লামা শিব্বির আহমাদ উসমানি , আল্লামা জাফর আহমাদ উসমানি , আল্লামা শফি উসমানিসহ অনেক আলেম। কিন্তু কেউই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্যে রাজনীতি করেন নি।


কিন্তু মাওলানা মওদুদির নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের যে রাজনীতি শুরু হয়েছিল , সেটা আজও ভারত , পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে ভিন্ন ভিন্ন দলের নামে চালু আছে।


বর্তমানে যিনিরা ইসলাম কায়েমের জন্যে রাজনীতি করছেন , তিনিরা মূলতঃ মাওলানা মওদুদির দ্বারা প্রভাবিত হয়েই রাজনীতি করছেন।


এমনকি যে সকল ইসলামি নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মাওলানা মওদুদির বিরোধিতা করেন - তিনিরাও মূলতঃ মাওলানা মওদুদির স্টাইলেই ইসলাম কায়েমের রাজনীতি করেন। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

432) Open a letter to stop and control offensive activities in the east-northern side of India ✒