313) বদরের যুদ্ধ ও বাংলাদেশের যুদ্ধাপরাধী (Badr war and war criminals of Bangladesh)।- Written by Junayed Ashrafur Rahman ✒

313 https://v.gd/BM0Z3Z ) বদরের যুদ্ধ ও বাংলাদেশের যুদ্ধাপরাধী (Badr war and war criminals of Bangladesh)।- Written by https://v.gd/JkGxYN


Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒


🌟 Misusing the name of the Battle of Badr, war criminals formed a group called "Al-Badr" in Bangladesh in 1971.


 🌟 Battle of Badr ✒ 


 The last Prophet Muhammad (peace be upon him) left Mecca and migrated to Yathrib.


By his (peace be upon him) welfare , the city of Yathrib became the most ideal city-state of all time called Medina.


Knowing this, Abu Jahl, the evil man of Makkah who was against the Prophet, and his followers were very jealous.


 So they were going to Medina to destroy the city of Medina.


  Knowing this, the last Prophet Muhammad (peace be upon him) with his 313 Companions fought and defended Abu Jahl in the desert of Badr in self-defense.


 That is why the name of that war was "Battle of Badr".


 🌟 Al-Badr ✒ 


 In 1971, al-Badr forces formed some traitors in Bangladesh to support the invading forces of West Pakistan.


 They wanted to make it clear to the people that they were right and that the status of their group was the same as that of the warriors of the Battle of Badr (Naujubillah).


 But their work was very bad. Al-Badr's forces committed many crimes, from torturing women and children to looting.


 Thus it was proved that Al-Badr was basically an organization of bad people who were war criminals in 1971. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


🌟 বদরের যুদ্ধের নামের অপব্যবহার করে 1971 সালে বাংলাদেশে যুদ্ধাপরাধীরা গঠন করেছিল "আল-বদর" নামের একটা গ্রুপ।


🌟 বদরের যুদ্ধ ✒


শেষ নবী মুহাম্মাদ (সা.) মক্কা ত্যাগ করে ইয়াছরিবে হিজরত করেছিলেন।


তিনির কল্যাণে ইয়াছরিব নামক নগরটি পরিণত হয়েছিল মদিনা নামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ নগর রাষ্ট্রে।


এটা জানতে পেরে নবী বিরোধী মক্কার খারাপ লোক আবু জেহেল আর ওর চ্যালাদের খুবই হিংসে হচ্ছিল।


তাই ওরা মদিনা নগরীকে ধ্বংস করার জন্যে মদিনা নগরের দিকে যাচ্ছিল।


 এটা জানতে পেরে শেষ নবী মুহাম্মাদ (সা.) নিজের 313 জন সাহাবি নিয়ে আত্মরক্ষার্থে বদর প্রান্তরে আবু জেহেলদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন।


তাই সেই যুদ্ধের নাম হয়েছিল , "বদরের যুদ্ধ"।


🌟 আল - বদর ✒


1971 সালে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করার জন্যে বাংলাদেশের কিছু বিশ্বাস ঘাতক গঠন করেছিল আল - বদর বাহিনী।


ওরা মানুষদেরকে এটা বুঝাতে চেয়েছিল যে , ওরা সঠিক আর ওদের গ্রুপের মর্যাদা হচ্ছে বদরের যুদ্ধের যোদ্ধাদের মতই (নাউজুবিল্লাহ্)।


কিন্তু ওদের কাজ ছিল অত্যন্ত নিকৃষ্ট। নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে লুণ্ঠনসহ অনেক অপরাধই আল - বদর বাহিনীর লোকেরা করত। 


এভাবেই প্রমাণিত হয়েছিল , 1971 সালে আল - বদর মূলতঃ যুদ্ধাপরাধী খারাপ লোকদের একটা সংগঠন ছিল। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 





Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman