175 ) GIVING IN THE POLITICS :- রাজনীতিতে সম্প্রদান।-Written by Junayed Ashrafur Rahman

175 ) GIVING IN THE POLITICS :- রাজনীতিতে সম্প্রদান।-Written by Junayed Ashrafur Rahman

"WITHOUT WISH OF BENEFITS, GIVING IN THE POLITICS IS RELAXED SUBJECT (রাজনীতিতে লাভের আশা ছাড়া সম্প্রদান হচ্ছে প্রশান্তিদায়ক বিষয়)."

1 ) TO DO THE POLITICS, MANY PERSONS HAS TO COST MONEY OR WEALTH.

2 ) FOR THIS REASON, MANY POLITICIANS HAS TO ORGANIZE POLITICAL FUND FOR MANAGING POLITICAL COST.

3 ) THIS IS WHY, POLITICIANS COLLECT MONEY FROM THEIR OWN RELATIVES AND WELL KNOWN PERSONS TO ENRICHED POLITICAL FUND.
THIS IS NOT ILLEGAL DEEDS. 

4 ) BUT SOME GIVERS THINK THAT, POLITICIANS WILL RETURN THEM FUNDED MONEY WITH MORE AND MORE BENEFITS LEGALLY OR ILLEGALLY AFTER TAKING GOVERNMENTAL POWER.

5 ) THIS IS NOTHING BUT WRONG MENTALITY ABOUT GIVING IN THE POLITICS.

6 ) BECAUSE, AFTER TAKING GOVERNMENTAL POWER, NORMALLY NO GOVERNMENTAL PERSON HAS CHANCE TO EARN ILLEGAL MONEY.

7 ) OTHERWISE, EVERY GOVERNMENTAL PERSON HAS PERSONAL COST.

8 ) FOR THIS REASON, IT IS BECOME VERY DIFFICULT FOR RETURNING THE FUNDED MONEY TO THE GIVERS.

9 ) THIS IS WHY, THOSE WHO GIVE MONEY TO FUND POLITICAL PARTY FOR MORE AND MORE BENEFITS - SUFFER DEPRESSION.

10 ) FOR THIS REASON PERSONALLY, I (Junayed Ashrafur Rahman) THINK THAT, FUND THE POLITICIANS OR POLITICAL PARTY AS GIVING OR GIFT FOR THE WELFARE OF THE PEOPLES.

11 ) THUS, GIVERS MAY BE FREE FROM DEPRESSION AFTER FUNDING THE POLITICIANS OR THE POLITICAL PARTY.


🌟 BANGLA SUMMARY ✒
      (বাংলা সারমর্ম)

রাজনৈতিক দল ও কাজ চালানোর জন্য টাকার দরকার আছে।

তাই রাজনৈতিক প্রত্যেক দল চালানোর জন্য রয়েছে ফান্ড (খাত)।

সেই ফান্ডকে রাজনীতিকরা নিজেদের আত্মীয় ও বেশি পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সচ্ছল রাখেন।
এমনটা করা হয় না অবৈধ।

কিন্তু কিছু দাতা মনে করেন যে , রাজনীতিকরা তাদের কাছ থেকে যে টাকা নিয়েছেন , সেই টাকা অনেক লাভ ও সুবিধাসহ ফিরিয়ে দিবেন বৈধভাবে অথবা অবৈধভাবে।

এটা ভুল চিন্তা ছাড়া কিছুই না।

কেননা , রাজনীতিকরা ক্ষমতা গ্রহণ করার পরে সাধারণত অবৈধ টাকা অর্জনের তেমন সুযোগ পান না।

আবার , যে সকল বৈধ উপার্জন করেন - সেগুলোও নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করতে হয়।

তাই সাধারণত হয় না সম্ভব ফান্ডিংয়ের টাকা দাতাদেরকে ফিরিয়ে দিতে।

কিন্তু যে সকল দাতা লাভ ও সুবিধাসহ টাকা ফিরতের আশায় ফান্ডিং করেন - তিনিরা শেষে মানসিক অশান্তি (অবসাদে) ভোগেন।

🌟 আমি ব্যক্তিগতভাবে মনে করি , জনগণের কল্যাণের নিয়্যতে (ইচ্ছায়) এবং ফিরত না পাওয়ার আশায় রাজনীতিকদের অথবা রাজনৈতিক দলের ফান্ডে দান করলে মানসিক অশান্তিতে (অবসাদে) দাতাদেরকে আর ভোগতে হবে না। 

Comments

Popular posts from this blog

100) HAPPY 💯TH BIRTHDAY TO THE FOUNDING FATHER Bangabandhu Sheikh Mujibur Rahman.- Written by Junayed Ashrafur Rahman

448) IMPORTANT A LETTER TO GIVE UP OFFENSIVE POLITICS AND INCREASE THE PEACEFUL POLITICS TO THE PEOPLES OF SEVEN SISTERS(ASSAM, MEGHALOY, NAGALAND,MONIPUR,MIJORAM, TRIPURA...), INDIA. - Written by Junayed Ashrafur Rahman

385) Power of The Political Assemblies. - Written by Junayed Ashrafur Rahman