175 ) GIVING IN THE POLITICS :- রাজনীতিতে সম্প্রদান।-Written by Junayed Ashrafur Rahman
175 ) GIVING IN THE POLITICS :- রাজনীতিতে সম্প্রদান।-Written by Junayed Ashrafur Rahman ✒
"WITHOUT WISH OF BENEFITS, GIVING IN THE POLITICS IS RELAXED SUBJECT (রাজনীতিতে লাভের আশা ছাড়া সম্প্রদান হচ্ছে প্রশান্তিদায়ক বিষয়)."
1 ) TO DO THE POLITICS, MANY PERSONS HAS TO COST MONEY OR WEALTH.
2 ) FOR THIS REASON, MANY POLITICIANS HAS TO ORGANIZE POLITICAL FUND FOR MANAGING POLITICAL COST.
3 ) THIS IS WHY, POLITICIANS COLLECT MONEY FROM THEIR OWN RELATIVES AND WELL KNOWN PERSONS TO ENRICHED POLITICAL FUND.
THIS IS NOT ILLEGAL DEEDS.
4 ) BUT SOME GIVERS THINK THAT, POLITICIANS WILL RETURN THEM FUNDED MONEY WITH MORE AND MORE BENEFITS LEGALLY OR ILLEGALLY AFTER TAKING GOVERNMENTAL POWER.
5 ) THIS IS NOTHING BUT WRONG MENTALITY ABOUT GIVING IN THE POLITICS.
6 ) BECAUSE, AFTER TAKING GOVERNMENTAL POWER, NORMALLY NO GOVERNMENTAL PERSON HAS CHANCE TO EARN ILLEGAL MONEY.
7 ) OTHERWISE, EVERY GOVERNMENTAL PERSON HAS PERSONAL COST.
8 ) FOR THIS REASON, IT IS BECOME VERY DIFFICULT FOR RETURNING THE FUNDED MONEY TO THE GIVERS.
9 ) THIS IS WHY, THOSE WHO GIVE MONEY TO FUND POLITICAL PARTY FOR MORE AND MORE BENEFITS - SUFFER DEPRESSION.
10 ) FOR THIS REASON PERSONALLY, I (Junayed Ashrafur Rahman) THINK THAT, FUND THE POLITICIANS OR POLITICAL PARTY AS GIVING OR GIFT FOR THE WELFARE OF THE PEOPLES.
11 ) THUS, GIVERS MAY BE FREE FROM DEPRESSION AFTER FUNDING THE POLITICIANS OR THE POLITICAL PARTY.
🌟 BANGLA SUMMARY ✒
(বাংলা সারমর্ম)
রাজনৈতিক দল ও কাজ চালানোর জন্য টাকার দরকার আছে।
তাই রাজনৈতিক প্রত্যেক দল চালানোর জন্য রয়েছে ফান্ড (খাত)।
সেই ফান্ডকে রাজনীতিকরা নিজেদের আত্মীয় ও বেশি পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সচ্ছল রাখেন।
এমনটা করা হয় না অবৈধ।
কিন্তু কিছু দাতা মনে করেন যে , রাজনীতিকরা তাদের কাছ থেকে যে টাকা নিয়েছেন , সেই টাকা অনেক লাভ ও সুবিধাসহ ফিরিয়ে দিবেন বৈধভাবে অথবা অবৈধভাবে।
এটা ভুল চিন্তা ছাড়া কিছুই না।
কেননা , রাজনীতিকরা ক্ষমতা গ্রহণ করার পরে সাধারণত অবৈধ টাকা অর্জনের তেমন সুযোগ পান না।
আবার , যে সকল বৈধ উপার্জন করেন - সেগুলোও নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করতে হয়।
তাই সাধারণত হয় না সম্ভব ফান্ডিংয়ের টাকা দাতাদেরকে ফিরিয়ে দিতে।
কিন্তু যে সকল দাতা লাভ ও সুবিধাসহ টাকা ফিরতের আশায় ফান্ডিং করেন - তিনিরা শেষে মানসিক অশান্তি (অবসাদে) ভোগেন।
🌟 আমি ব্যক্তিগতভাবে মনে করি , জনগণের কল্যাণের নিয়্যতে (ইচ্ছায়) এবং ফিরত না পাওয়ার আশায় রাজনীতিকদের অথবা রাজনৈতিক দলের ফান্ডে দান করলে মানসিক অশান্তিতে (অবসাদে) দাতাদেরকে আর ভোগতে হবে না।
Comments
Post a Comment